সমর্থকদের অভব্য আচরণে বিরাট আর্থিক জরিমানা মোহনবাগানের


কলকাতা: আইএসএলের পয়েন্ট টেবিলে ভালো জায়গায় থাকলেও এবার এফএসডিএলের রোষের মুখে পড়ল মোহনবাগান। বড়সড় আর্থিক জরিমানাও হল সবুজ-মেরুনের। কিছু সমর্থকের খারাপ আচরণের মাসুল গুনতে হল মোহনবাগান ম্যানেজমেন্টকে। গত শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে মুখোমুখি হয় মোহনবাগান। ম্যাচে ৩-০ জেতেন মনবীররা। তবে খেলার শুরুতেই বাগান গ্যালারি থেকে একটা টিফো নামে। আর তাকে কেন্দ্র করেই যত বিতর্ক এবং বিপত্তি বাড়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম দফায় জামশেদপুরে প্রিয় দলের খেলা দেখতে গিয়ে সেখানকার দর্শকদের দ্বারা নিগৃহের শিকার হয় একদল বাগান জনতা। হোম ম্যাচে জামশেদপুরকে লক্ষ্য করেই এক বিতর্কিত টিফো প্রদর্শন করে একটি ফ্যান ক্লাব। তারই শাস্তি হিসেবে আয়োজক মোহনবাগানকে বড়সড় শাস্তির সম্মুখীন হতে হল। জরিমানা হিসেবে গুনতে হল ৭ থেকে ১০ লাখ টাকা।

মরসুমের শুরুতেই সমস্ত ফ্যান ক্লাবকে এক ছাতার তলায় নিয়ে আসে মোহনবাগান সুপার জায়ান্ট। সমস্ত ফ্যান ক্লাবকেই ম্যাচের আগে নির্দেশ দেওয়া আছে, কোনও টিফো প্রদর্শন করার আগে তা একবার ম্যানেজমেন্টের কাছে দেখাতে হবে। এই ফ্যান ক্লাব টিফোর অর্ধেক অংশ দেখালেও, ওই বিতর্কিত অংশটা ম্যানেজমেন্টকে দেখায়নি। তাতে ওই বিশেষ টিফো নিয়ে মাঠে প্রবেশের অনুমতি মিলত না। ৭-১০ লাখ টাকা জরিমানার পর ওই নির্দিষ্ট ফ্যান ক্লাবকে বরখাস্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট।

Leave a Reply