হায়দরাবাদে সূর্যোদয়, রাহুলকে টপকে IPLএর সবচেয়ে দামি ক্যাপ্টেন কে হলেন?


হায়দরাবাদে সূর্যোদয়, রাহুলকে টপকে IPLএর সবচেয়ে দামি ক্যাপ্টেন কে হলেন?Image Credit source: X

কলকাতা: মোটামুটি ধারণাই ছিল, তাঁকে বাছা হতে পারে নেতা। ২০১৬ সালের পর আর সূর্যোদয় হয়নি। এ বার নতুন স্বপ্নে বুঁদ সানরাইজার্স হায়দরাবাদ ক্যাপ্টেন হিসেবে বেছে নিল বিশ্বকাপজয়ী নেতাকেই। ২০.৫ কোটি টাকা খরচ করে তাঁকে কিনেছিল হায়দরাবাদ। পেস বোলিংকে নেতৃত্ব দেবেন, জানাই ছিল। টিমের দায়ভারও যে তাঁর থাকবে, তা মোটামুটি আন্দাজই করা গিয়েছিল। তাই-ই হল। হায়দরাবাদের নেতা হলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স গত বার অর্থাৎ ২০২৩ সালের আইপিএলে হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে কামিন্সেরই হাত ধরল তারা। এতেই শেষ নয়, আইপিএলে এক আশ্চর্য রেকর্ডও করে ফেললেন প্যাট কামিন্স।

এইডেন মার্কব়্যাম ক্যাপ্টেন ছিলেন গত বার। তাঁকে সরিয়ে নতুন নেতা হলেন কামিন্স। দুটো যুক্তি এ ক্ষেত্রে কাজ করছে। এক, নেতা হিসেবে পরীক্ষিত কামিন্স। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান টিমের সাফল্যের কাণ্ডারিও। নেতা হিসেবে অজি টিমকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। ওয়ান ডে বিশ্বকাপেও চ্যাম্পিয়ন করেছেন টিমকে। টিম পরিচালনা যে স্কিল, ক্যাপ্টেনের সিদ্ধান্তের উপর অনেক কিছু যে নির্ভর করে, তা যে সফল ভাবে সামলাতে পারেন, কামিন্স দেখিয়েছেন। শুধু তাই নয়, বোলিংয়েও সব সময় টিমকে সাফল্য দেওয়ার চেষ্টা করেন। এই গুণের কারণেই তাঁকে নেতা বেছে নিল হায়দরাবাদ।

এতেই কিন্তু কামিন্সের নেতা হওয়ার গল্প শেষ হচ্ছে না আইপিএলে। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে দামি ক্যাপ্টেন হয়ে গেলেন তিনি। এর আগে এক নম্বরে ছিলেন লোকেশ রাহুল। যাঁর দাম ছিল ১৭ কোটি টাকা। তিনি আবার টপকে গিয়েছিলেন ঋশভ পন্থকে। দিল্লিতে নেওয়ার হওয়ার সময় তাঁর দর ছিল ১৬ কোটি টাকা। সঞ্জু স্যামসন ১৪ কোটি, হার্দিক পান্ডিয়ার ১৫ কোটি টাকায় নেতা হয়েছিলেন, যা এক সময় আলোচনার বিষয়বস্তু ছিল। সে সব ছাপিয়ে গেলেন কামিন্স।

২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন্সিতে প্রথম ও শেষ বার আইপিএল জিতেছিল হায়দরাবাদ। তার পর থেকে আর সাফল্যের শিখরে উঠতে পারেনি টিম। তার পিছনে অনেক কারণ কাজ করেছে। চোট আঘাত, অভিজ্ঞতা, টিমকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা— এমন ক্রিকেটার হায়দরাবাদ টিমে খুব কমই দেখা গিয়েছে। যে কারণে কামিন্স নিলাম থেকে কেনার ব্যাপার খুবই আগ্রাসী মনোভাব ছিল টিম ম্যানেজমেন্টের। তার পরই তাঁকে নেতা হিসেবে ভাবা শুরু হয়ে যায়। হলও তাই। কামিন্সও জানতেন, আইপিএলে টিমকে নেতৃত্ব দেবেন তিনি। সেই দায়িত্ব পাওয়ার পর ট্রফির ভাবনা শুরু করে দিয়েছেন অজি ক্যাপ্টেন।



Leave a Reply