‘ওই সিরিজটাই টার্নিং পয়েন্ট…’, শততম টেস্টের আগে যা বললেন অশ্বিন


প্রত্যেকের কেরিয়ারেই একটা টার্নিং পয়েন্ট থাকে। সব এলোমেলো করে দেয়। নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ময়দানে টিকে থাকলে সাফল্য আসবেই। রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারে এমন অনেক মুহূর্ত এসেছে। মাইলফলকের সামনে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অশ্বিন। ভারত-ইংল্যান্ড সিরিজেই কেরিয়ারে ৫০০টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছেছেন অশ্বিন। এ বার শততম টেস্টে নামতে চলেছে। দুর্দান্ত একটা মুহূর্তের আগে কেরিয়ারের টার্নিং পয়েন্ট জানাবেন রবিচন্দ্রন অশ্বিন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধরমশালা টেস্টে ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোও শততম টেস্ট খেলতে চলেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষা অবশ্য অশ্বিনের। তিনিও শততম টেস্টে নামছেন। একশো টেস্ট, পাঁচশো উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও নানা রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। শততম টেস্টের আগে অশ্বিন জানালেন তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন অশ্বিন। কোন ভুল থেকে শিক্ষা নিয়েছেন, সেটাই জানালেন।

সালটা ২০১২। ভারতের মাটিতে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ১৯৮৪-৮৫ সফরের পর সে বারই প্রথম। আর ২০১২ সালের সেই সিরিজই অশ্বিনের টার্নিং পয়েন্ট। অশ্বিন বলেন, ‘আমার কেরিয়ারে ২০১২ সালের সেই সিরিজটাই টার্নিং পয়েন্ট। নিজের খেলায় কী কী উন্নতি প্রয়োজন, সেই সিরিজেই উপলব্ধি করেছিলাম।’ এরপর থেকে আর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ইংল্যান্ড। এ বারও এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ব্যবধানটা বাড়াতেই পারে টিম ইন্ডিয়া।

কেরিয়ারের মাইলফলক নিয়ে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অশ্বিন বলছেন, ‘এটা বড় উপলক্ষ। কোথায় পৌঁছলাম, সেটার চেয়েও স্পেশাল সফরটা। ম্যাচের জন্য আগেও যেমন প্রস্তুতি নিতাম, এখনও নিই। এই ম্যাচটাও জিততে হবে। এটাই লক্ষ্য।’ কেরিয়ারের স্মরণীয় পারফরম্যান্স? অশ্বিন বলেন, ‘টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা স্পেল বলতে পারি, ২০১৮-১৯ মরসুমে ইংল্যান্ডের বার্মিংহ্যামে।’ সেই ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন অশ্বিন।

Leave a Reply