এ বারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি অবশ্যই চেন্নাই শিবিরে থাকবেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অনেক জল্পনা তৈরি হয়েছে। ছবি: আইপিএল
মহেন্দ্র সিং ধোনি কি খেলবেন? অবসর নেবেন না তো! চেন্নাই শিবিরে তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে? এমন অনেক প্রশ্ন। আইপিএলের গত সংস্করণেই এই জল্পনার পরিস্থিতি তৈরি করেছিলেন মাহি। ছবি: আইপিএল
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সঞ্চালক হর্ষ ভোগলেকে বলেছিলেন, 'আগামী মরসুমেও আমি চেন্নাই শিবিরেই থাকব, তবে মাঠে না ডাগআউটে, এটা নিশ্চিত নয়। এখনও তো অনেক সময় আছে।' ছবি: আইপিএল
সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে। আরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আবারও কিন্তু ভারতীয় দলের মেন্টর হতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ছবি: আইসিসি
মনে পড়ে? ২০২১ সালে আরব আমির শাহিতে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে সেটাই ছিল বিরাটের শেষ অ্যাসাইনমেন্ট। ছবি: আইসিসি
সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর ছিলেন মহেন্দ্র সিং ধোনি। বোর্ডের থেকে কোনও অর্থ নেননি। টিমকে তৈরি করার খুব বেশি সময়ও পাননি ধোনি। সেই বিশ্বকাপে ভারত যদিও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। ছবি: আইপিএল
এ বার যদি চেন্নাই সুপার কিংসে মেন্টরের ভূমিকায় দেখা যায় ধোনিকে? হতেই পারে প্লেয়ার কাম মেন্টর হিসেবে থাকলেন! হাতে গোনা কিছু ম্যাচ খেললেন! ছবি: আইপিএল
রাহুল দ্রাবিড় খুবই ভালো কোচ এ বিষয়ে সন্দেহ নেই। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে আগ্রাসী কাউকে প্রয়োজন। মহেন্দ্র সিং ধোনি ছাড়া এই দায়িত্বে আর কে হতে পারে? ছবি: আইপিএল