উইমেন্স প্রিমিয়ার লিগে জোড়া জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগ হয়েছিল মুম্বইতে। এক শহরেই বদ্ধ ছিল টুর্নামেন্ট। স্বাভাবিক ভাবেই মুম্বই ইন্ডিয়ান্স যতটা সমর্থন পেয়েছিল, বাকি দলের জন্য তেমন পরিস্থিতি ছিল না। এ বার টুর্নামেন্টের ম্যাচ ভাগ হয়েছে দুই শহরে। প্রথম ১১টি ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ফাইনাল সহ বাকি ১১ ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি যাওয়ার আগে গাড়ির কাচ ভাঙলেন আরসিবির তারকা অলরাউন্ডার এলিস পেরি! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেঙ্গালুরু পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। দুটি ম্যাচ হেরে প্রবল চাপে ছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘুরে দাঁড়াতে মরিয়া। ইউপির বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে হয়। দ্বিতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও এলিস পেরির বিধ্বংসী ৯৫ রানের জুটি। শতরান মিস হলেও দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেন ক্যাপ্টেন স্মৃতি (৮০)। হাফসেঞ্চুরি করেন এলিস পেরি। ইউপিকে ১৯৯ রানের বিশাল টার্গেট দেয় আরসিবি।
দ্বিতীয় উইকেটে স্মৃতি ও এলিস পেরি জুটি ক্রিজে থাকাকালীনই এক কান্ড। বেঙ্গালুরু পর্বের শেষ ম্যাচ নানা ভাবে স্মরণীয় করে রাখল আরসিবি। জিতে মাঠ প্রদক্ষিণ করল। আলোচনায় অবশ্য এলিস পেরির একটি ওভার বাউন্ডারি। সাইড লাইনে বিজ্ঞাপনের জন্য় রাখা গাড়িতে সজোরে লাগে এলিস পেরির সেই ছয়। গাড়ির কাচও ভেঙে যায়।
𝘽𝙧𝙚𝙖𝙠𝙞𝙣𝙜 𝙍𝙚𝙘𝙤𝙧𝙙𝙨 + 𝙂𝙡𝙖𝙨𝙨𝙚𝙨 😉
Ellyse Perry’s powerful shot shattered the window of display car 😅#TATAWPL #UPWvRCB #TATAWPLonJioCinema #TATAWPLonSports18 #HarZubaanParNaamTera#JioCinemaSports #CheerTheW pic.twitter.com/RrQChEzQCo
— JioCinema (@JioCinema) March 4, 2024
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জোর আলোচনা। রেকর্ড ও গাড়ির কাচ, সবই যেন ভাঙার মুডে ছিলেন আরসিবি টিমের অজি অলরাউন্ডার। এরপর সব দলই খেলবে দিল্লিতে। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স।