কলকাতা: বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় পরিষ্কার করে দেওয়া হয়েছিল, যাই হোক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন হবেন রোহিত শর্মাই। আর টিম কী ভাবে বাছা হবে? ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। নির্বাচকরা যে সম্ভাব্য টিম বেছে রেখেছেন, তাঁরা পারফর্ম করলে স্বাভাবিক ভাবেই সুযোগ পেয়ে যাবেন বিশ্বকাপ টিমে। আইপিএল শুরু হতে এখনও অনেক দেরি। তারই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফটোশুট হয়ে গেল। রোহিত সহ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন রিঙ্কু সিংও। মোটামুটি বলেই দেওয়া যায়, আইপিএলে যেমনই পারফর্ম করুন না কেন কেকেআরের ফিনিশার, বিশ্বকাপে তাঁর জায়গা পাকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধরমশালায় কয়েক দিন পরই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে সিরিজের পঞ্চম ও অন্তিম টেস্ট। ভারত ৩-১ সিরিজে এগিয়ে রয়েছে। এই ম্যাচও জেতার জন্য ঝাঁপাতে চাইছে রোহিতের টিম। তার আগে, সোমবার ফটোশুট হয়ে গেল। আর তার জন্য ধরমশালা উড়ে গিয়েছেন রিঙ্কু। উত্তরপ্রদেশের ক্রিকেটারের উত্থান উল্কা গতিতে। গত আইপিএলে পাঁচটা ছয়ের পর তাঁকে নিয়ে হইচই পড়ে যায়। ভারতীয় টিমেও জায়গা পেয়ে যান। নিরাশ করেননি। উল্টে টিমকে ভরসা দিয়েছেন। ফিনিশার হিসেবে প্রতিষ্ঠাও পেয়ে গিয়েছেন। রিঙ্কু যে ভারতীয় টিমের অংশ হবেন বিশ্বকাপে, তা নিশ্চিত। ধরমশালার টেস্ট টিমে যাঁরা নেই, রিঙ্কু তাঁদের অন্যতম, যাঁকে দেখা গিয়েছে ফটোশুটে।
মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ফিনিশার হিসেবে রিঙ্কু উঠে এসেছেন। লোয়ার মিডল অর্ডারে নেমে টিমকে দ্রুত রান দেওয়ার পাশাপাশি বিপর্যয় থেকে টিমকে তুলে আনার কাজ ঠান্ডা মাথায় করতে পারেন। আফগানিস্তানের মতো টিমের বিরুদ্ধে তা করেও দেখিয়েছেন। ১৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখনও। ১১ ইনিংস খেলে রান করেছেন ৩৫৬। সর্বোচ্চ নট আউট ৬৯। দুটো হাফসেঞ্চুরি রয়েছে সঙ্গে। এই রিঙ্কুকে যে ভারতীয় টিমের ভবিষ্যৎ ভাবা হচ্ছে, তাতে সন্দেহ নেই।