রোহিত শর্মা এখনও জিরো! ভাইরাল স্টাম্প মাইকের গল্প শোনালেন ক্যাপ্টেন


বৃহস্পতিবার ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আজ থেকে প্রস্তুতি শুরু করল ভারত-ইংল্যান্ড দু-দলই। এ দিনই ধরমশালায় পৌঁছন ক্যাপ্টেন রোহিত শর্মা। দলের সঙ্গে প্রস্তুতি শুরু করেছেন রোহিতও। দীর্ঘ সময় পিচ পরিদর্শন করেছেন। সেই অনুযায়ী পরিকল্পনা গড়তে হবে। রোহিতকে নিয়ে বিলাসপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন ক্যাপ্টেন রোহিত। মজার প্রশ্নের মুখেও পড়তে হয়। আর এই প্রশ্ন থেকে রোহিত কোনও সময়েই দূরে থাকেন না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে মজার ঘটনা ঘটেছিল। সিরিজের আগে ভারতীয় শিবিরে স্বস্তি দিয়েছিল স্কোয়াড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খেলছিলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। স্বাভাবিক ভাবেই তাঁর প্রত্যাবর্তনে বাড়তি নজর ছিল। সিরিজের প্রথম দু-ম্যাচেই খালি হাতে ফেরেন। যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অস্বস্তির হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি মেরে সব আক্ষেপ পূরণ করে দেন রোহিত। সেই ম্যাচেই আম্পায়ারের সঙ্গে রোহিতের কথা ভাইরাল হয়।

প্রথম ওভারেই একটি বাউন্ডারি হয়। অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা সেটি লেগ বাইয়ের সিগন্যাল দেন। নন স্ট্রাইকার প্রান্তে আসতেই আম্পায়ারকে রোহিত বলেন, ‘বীরু ও লেগ বাই দিয়া থা?’ সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আসলে দুটো ম্যাচে শূন্যর পর একটা রান কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই উপলব্ধি করতে পারবে। চার মারার পর খেয়াল করিনি আম্পায়ার লেগ বাই দিয়েছে। সাধারণত আমি স্কোর বোর্ড দেখি না। তবে ওভার সম্পূর্ণ হওয়ার পর বোর্ডে চোখ যায়। দেখলাম, রোহিত শর্মা তখনও জিরো। সে কারণেই আম্পায়ারকে জিজ্ঞেস করি।’



Leave a Reply