সতীর্থর টাকা চুরি করে পালালেন বক্সার, বিদেশে নাক কাটা গেল পাকিস্তানের


কলকাতা: ইতালিতে প্যারিস অলিম্পিকের কোটা আনতে গিয়েছিলেন। তাঁকে ভবিষ্যতের তারকাও ভাবা হচ্ছিল। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জও পেয়েছিলেন। সেই তিনি যে বক্সিংয়ের বদলে চুরিতে পারদর্শী, তা বোধহয় বুঝতে পারেননি ফেডারেশনের কর্তারা। জানতে পারলেন ইতালিতে গিয়ে। এক সতীর্থরই ব্যাগ চুরি করে পালিয়ে গিয়েছেন জোহেব রশিদ নামের ওই বক্সার। বাধ্য হয়ে ইতালিতে পাকিস্তান দূতাবাসে অভিযোগ জানিয়েছেন কর্তারা। পুলিশের দ্বারস্থও হতে হয়েছে। বিদেশের মাটিতে জোহেবের এই কাণ্ডে নাক কাটা গিয়েছে পাকিস্তানের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্যারিস অলিম্পিকের কোটা আনার জন্য পাঁচ সদস্যের টিম ইতালিতে পাঠিয়েছে ফেডারেশন। যে হোটেলে পাকিস্তানের টিমের বক্সাররা রয়েছেন, সেখানেই এই কাণ্ড ঘটিয়েছেন জোহেব। পাক মহিলা বক্সার লরা ইক্রাম ট্রেনিংয়ের জন্য বেরিয়ে যেতেই হোটেলের ডেস্ক থেকে তাঁর ঘরের চাবি জোগাড় করেন জোহেব। ইক্রামের ঘরে ঢুকে তাঁর মানিব্যাগ থেকে ডলার চুরি করে পালিয়ে যান। ট্রেনিং থেকে ফিরে ব্যাপারটা জানতে পারেন ইক্রাম। তিনি টিমের কর্তাদের জানাতেই খোঁজ শুরু হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, জোহেব নিয়েছিলেন ইক্রামের রুমের চাবি। পাক বক্সিং ফেডারেশনের সচিব নাসির আহমেদ বলেছেন, ‘এটা খুব অস্বস্তিকর পরিস্থিতি ফেডারেশনের জন্য যেমন, পাকিস্তানের পক্ষেও। জোহেবের জন্য আমাদের মান সম্মান ডুবে গিয়েছে। পাকিস্তানের দূতাবাসে যেমন জানানো হয়েছে, পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে।’

এই চুরির পিছনে অন্য লক্ষ্য থাকতে পারে জোহেবের, তাও মনে করা হচ্ছে। এর আগেও বিদেশে গিয়ে পালিয়ে গিয়েছেন পাকিস্তানের একাধিক অ্যাথলিট। ভালো জীবনের খোঁজে। জোহেব তাই করেছেন কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। পাক বক্সারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply