ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। এক ম্যাচ বাকি। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ ধরমশালায়। বৃহস্পতিবার শুরু পঞ্চম টেস্ট। তার প্রস্তুতি শুরু করে দিল ভারত। টিম ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে সকলের আগে কুলদীপ যাদব ধরমশালায় পৌঁছন। চতুর্থ ও পঞ্চম টেস্টের মাঝে বেশ কিছুদিনের বিরতি ছিল। প্লেয়াররা যে যাঁর মতো ছুটি উপভোগ করেছেন। ধরমশালায় পৌঁছে গিয়েছে ফুল টিম। আজ অনুশীলনও করেছেন। আকর্ষণের কেন্দ্রে অধিনায়ক রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কয়েক সপ্তাহ আগের কথা। বিগ ব্যাশের একটা ম্যাচের আগে শিরোনামে ডেভিড ওয়ার্নার। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি হেলিকপ্টারে মাঠে ল্যান্ড করেন ওয়ার্নার। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাও পঞ্চম টেস্ট খেলতে হেলিকপ্টারে ধরমশালায় পৌঁছন। বৃহস্পতিবার শুরু টেস্ট। এ দিন থেকেই অনুশীলন করে দিয়েছে ভারতীয় দল। ক্যাপ্টেন রোহিত শর্মা কপ্টারে পৌঁছেই প্র্যাক্টিসে যোগ দেন।
भारतीय टीम के कप्तान रोहित शर्मा पहुंचे धर्मशाला@ICC @BCCI @JayShah @ThakurArunS @SpKangra @himachalpolice #IndianPlayers #warmup #rohitsharma #indiavsengland #HPCAStadiumDharamshala pic.twitter.com/IoIYdP1S2i
— Himachal Abhi Abhi (@himachal_abhi) March 5, 2024
পুরোদমে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ অশ্বিনের জন্য স্পেশাল। কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন ভারতীয় দলের এই অফস্পিনার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও বলা হয় তাঁকে। অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘ সময় পিচ পরিদর্শন করেন। তবে ভারতীয় দলের প্র্যাক্টিসের চেয়েও তার আগের ঘটনাই যেন সেরা আকর্ষণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিতের পৌঁছনোর ভিডিয়ো। কপ্টার থেকে নামলেন ক্যাপ্টেন।