একটা সিরিজ, একটা সফর যেন। এ বার শেষ ল্যাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করেছে ভারত। একযুগ আগে ভারতের মাটিতে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এ বারও আত্মবিশ্বাসী ছিল তেমনই কিছু হবে। ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্ব নেওয়ার পর এবং বেন স্টোকস পাকাপাকি টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে কোনও সিরিজ হারেনি ইংল্যান্ড। যদিও অপরাজিত রেকর্ড ধরে রাখতে পারেনি। ভারতের কাছে ১-৩ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সিরিজ জিতে নিলেও ভারতের লক্ষ্য ৪-১ করা। সিরিজের ফয়সালা হলেও টেস্টে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এখন আর কোনও টিম ড্রয়ের জন্য খেলে না। সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখনও অবধি দুটি সংস্করণ হয়েছে। দু-বারই ফাইনালে উঠেছিল ভারত। হতাশার বিষয়, দু-বারই রানার্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে ভারত। সেই জায়গা মজবুত করতে শেষ ম্যাচেও জয়েই লক্ষ্য। আর ধরমশালার পরিসংখ্যান ভারতের পক্ষেই। যদিও সেটা দিয়ে এই ম্যাচের ভবিষ্যৎ লেখা যাবে না।
ধরমশালা স্টেডিয়ামে একটিই মাত্র টেস্ট খেলেছে ভারত। সেটি ২০১৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচ ছিল সেটি। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জয় দিয়ে সিরিজ শুরু করেছিল। ভারত প্রত্যাবর্তন করে। রাঁচিতে তৃতীয় টেস্ট ড্র হয়। চার ম্যাচের সেই সিরিজের শেষ ল্যাপ ছিল ধরমশালা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরমশালা টেস্টে অভিষেক হয়েছিল বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের। চোটের জন্য বিরাট কোহলি খেলতে পারেননি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ধরমশালা টেস্ট জিতে সিরিজও জিতেছিল ভারত। অভিষেক টেস্টে কুলদীপ নিয়েছিলেন ৪ উইকেট।
এ বার সিরিজ জিতেই ধরমশালায় নামছে ভারতীয় দল। সিরিজের বাকি ম্যাচের মতো ধরমশালাতেও নেই বিরাট কোহলি। ফলে বিরাট কোহলি বনাম জেমস অ্যান্ডারসনের সেই লোভনীয় দ্বৈরথ থেকে বঞ্চিতই রইলেন ক্রিকেট প্রেমীরা। ধরমশালায় ইতিহাস গড়তে পারেন অ্যান্ডারসন। বিশ্বের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন।