অ্যান ইভনিং ইন প্যারিস নয়। এই শহরে অনেক সন্ধ্যাই কেটেছে লিও মেসির। বার্সেলোনা ছেড়ে মেসি কোনওদিন অন্য় ক্লাবে সই করবেন, এটা যেন কল্পনার বাইরে ছিল। তবে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবে গিয়েছিলেন। যদিও প্যারিসে তাঁর স্বপ্নপূরণ হয়নি। লক্ষ্য ছিল প্যারিস স্যঁ জ্যঁ-কে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব দেবেন। তারকাখচিত দল নিয়ে সেটা হয়নি। ফের একবার মেসিকে প্যারিসে খেলতে দেখা যেতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্যারিসে বসছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের আসর। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিও মেসির স্বপ্ন পূরণ হয়েছে। আর্জেন্টিনা ক্যাপ্টেন লিও মেসি দুর্দান্ত পারফর্মও করেছেন। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর নেবেন, এমনই একটা ইঙ্গিত ছিল। মেসি খেলা চালিয়ে যাচ্ছেন। ক্লাব ফুটবলে এখনও তাঁর দাপট। দেশের হয়েও খেলছেন। আগামী বিশ্বকাপ ২০২৬ সালে। মেক্সিকো, কানাডা এবং আমেরিকায় হবে বিশ্বকাপ। মেসি খেলবেন কিনা, নিশ্চিত নয়। তবে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে মেসিকে।
আর্জেন্টিনার ম্যানেজার জাভিয়ের মাসচেরানো ইঙ্গিত দিয়েছেন, প্যারিস অলিম্পিকে খেলতে পারেন মেসি। আর্জেন্টিনার অলিম্পিক টিমের দায়িত্বে থাকা মাসচেরানো সে দেশের সংবাদ মাধ্যমে বলেছেন, ‘লিওর সঙ্গে কথা বলেছি। আমরা ওকে আমন্ত্রণ জানিয়েছি, অলিম্পিক টিমের সঙ্গে থাকার জন্য। দু-জনেই রাজি হয়েছি। আবারও কথা বলব ওর সঙ্গে।’