লন্ডন ওয়েদার, ভারতের পিচ! ধরমশালায় আজ শুরু পঞ্চম টেস্ট


৪-১ নাকি ৩-২! এই প্রশ্নের উত্তরের খোঁজ শুরু আজ থেকেই। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষের দিকে। সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট শুরু আজ থেকে। হিমালয়ের কোলে ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামের আবহাওয়া লন্ডনের মতোই। তবে পিচ ভারতের! পরিস্থিতি এমনই। তারপরও মাথা ব্যাথা থাকছেই। পিচ ন্যাড়া মনে হলেও আদৌ স্পিনাররা কতটা সুবিধা পাবেন, এই নিয়ে ধোঁয়াশা থাকেই। সে কারণেই মাথা ব্যাথা তিন পেসার নাকি দুই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ধরমশালায় প্রকৃত অর্থেই লড়াইটা বোলার বনাম ব্যাটার। যে ভালো বল ছাড়তে পারবেন, সেই ব্যাটারই যেন এগিয়ে থাকবেন। বিশেষ করে বলতে হবে প্রতিটা দিনের প্রথম সেশনটা। গত ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। তিনি ফিরেছেন। ভারতীয় বোলিংয়ে একটা পরিবর্তন করতেই হবে। গত চার ম্যাচের মতো কম্বিনেশন হলে আকাশ দীপের জায়গায় ঢুকবেন বুমরা। তাঁর বোলিং সঙ্গী হবেন মহম্মদ সিরাজ। তিন স্পিনার হিসেবে থাকছেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। কিন্তু তিন পেসার খেলালে বাদ পড়তে পারেন কুলদীপ।

অশ্বিনের মতো শততম টেস্টে নামছেন জনি বেয়ারস্টো। এই সিরিজে সেই অর্থে ধারাবাহিকতা দেখাতে পারেননি ইংল্যান্ডের কোনও ব্যাটারই। বাজবল ব্যাকফায়ার করেছে। বরং গত ম্যাচে বাজবল থেকে বেরিয়ে রুটবলে সাফল্যের ইঙ্গিত ছিল। ধরমশালায়ও সেই স্টাইলে খেলারই সম্ভাবনা বেশি। ইংল্যান্ড একাদশে একটি পরিবর্তন করেছে। ধরমশালার পরিস্থিতির কথা মাথায় রেখে মার্ক উডকে ফেরানো হয়েছে।

ভারতীয় ব্যাটিংয়ে একটাই ভাবনা। এই সিরিজেই অভিষেক করা চূড়ান্ত ফ্লপ রজত পাতিদারকে আরও একটা সুযোগ দেওয়া হবে নাকি শেষ মুহূর্তে মত বদল করবে টিম ম্যানেজমেন্ট! সেক্ষেত্রে ধরমশালায় অভিষেক হতে পারে দেবদত্ত পাড়িক্কালের।

ভারত বনাম ইংল্যান্ড, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং

Leave a Reply