IPL এর আগে LSG শিবিরে সুখবর, ফিট হচ্ছেন ক্যাপ্টেন রাহুল


IPL এর আগে LSG শিবিরে সুখবর, ফিট হচ্ছেন ক্যাপ্টেন রাহুল

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে লখনউ সুপার জায়ান্টস শিবিরে এ বার সুখবর। লন্ডন থেকে কয়েকদিন আগেই ভারতে ফিরেছেন লোকেশ রাহুল (KL Rahul)। এসেই তিনি পৌঁছে গিয়েছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এ বার সেখান থেকেই লোকেশ রাহুল নিজের জিমে কসরত করার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কোয়াড্রিশেপ টেন্ডনের চোটের কারণে লন্ডনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে গিয়েছিলেন লোকেশ রাহুল। আইপিএলের আগে এ বার রাহুলের শুধু এনসিএর (NCA) ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পালা।

নিজের সোশ্যাল মিডিয়া সাইটে লোকেশ রাহুল ৪টি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে তিনি রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির জিমে। তাঁর এই সকল ছবি আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টসের অনুরাগীদের মনে আশা জাগিয়েছে। গত বারের আইপিএলের মাঝপথে চোটের কারণে সরে যেতে হয়েছিল লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলকে। এ বার তিনি চাইবেন পুরো আইপিএলে খেলতে।

আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলার জন্য ভারতীয় স্কোয়াডে সুযোগ পেতে হলে আইপিএলের মঞ্চে রাহুলকে নিজেকে প্রমাণ করতে হবে। কারণ ভারতীয় টিমে সুযোগ পাওয়ার জন্য এখন বিরাট প্রতিযোগিতা চলছে। তরুণ ক্রিকেটাররা নিজেদের বার বার যোগ্য প্রমাণ করছেন। ফলে রাহুলের টি-২০ বিশ্বকাপের টিমে সুযোগ পাওয়া যে সহজ হচ্ছে না, এ কথাই বলছে ক্রিকেট মহল।



Leave a Reply