WPL 2024: হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, সাইকা ইসাকের অনবদ্য বোলিং; হার ওয়ারিয়র্সের


বেঙ্গালুরু পর্বে ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ছিলেন না মুম্বইয়ের নিয়মিত ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। গত ম্যাচে হ্যারি ফিরলেও দিল্লির কাছে হার মুম্বইয়ের। অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে বদলা নিয়ে জয়ে ফিরল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। নজর কাড়লেন হ্যারির টিমে বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। অন্যদিকে সঞ্জীবন সজানা দেখিয়ে দিলেন তিনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্স টিমে বোলিং বিকল্প প্রচুর। এ মরসুমে শবনিম ইসমাইল যোগ দেওয়ায় মুম্বইয়ের বোলিং আরও শক্তিশালী হয়েছে। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৮ বোলার ব্যবহার করলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। যা সিদ্ধান্ত নিচ্ছিলেন, এই ম্যাচে সবই সফল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। তাঁর বিশ্বাস ছিল বোলিং আক্রমণের উপর। বোর্ডে কতটা রান যথেষ্ট তা বোঝা কঠিন যদিও।

মুম্বইয়ের দুই ওপেনার রান না পেলেও ভরসা দিলেন পরের তিন। ন্যাট সিবার (৪৫), অধিনায়ক হরমনপ্রীত কৌর (৩৩) ও অ্যামেলিয়া কেরের (৩৯) পাশাপাশি লোয়ার অর্ডারে ভরসা দেন সঞ্জীবন সাজানা। মাত্র ১৪ বলে ২২ রান তাঁর ব্যাটে। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লক্ষ্যটা বিশাল নয়। তবে মুম্বইয়ের বোলিং আক্রমণের সামনে অবশ্যই কঠিন ছিল। আর তা আরও কঠিন করে হ্যারির বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি।

শবনিম ইসমাইলকে শুরুতেই চার ওভারের স্পেল করান হরমনপ্রীত। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ইউপি ক্যাপ্টেন অ্যালিসা হিলির উইকেট! পাওয়ার প্লে-তে আর দুটি উইকেট সাইকা ইসাক ও হেইলি ম্যাথুজের। গত সংস্করণে অনবদ্য বোলিং করেছিলেন সাইকা। এ মরসুমে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। টুর্নামেন্ট এগিয়েছে সাইকার পারফরম্যান্সে উন্নতি হয়েছে। এ দিন তিন উইকেট তাঁর ঝুলিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট অবশ্যই গ্রেস হ্যারিসের।

দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করলেও ততক্ষণে আর কিছুই বাকি নেই। সজানা তিনটি ক্যাচ নেন, এর মধ্যে একটি দর্শনীয় ক্যাচও রয়েছে। উইকেটও নিয়েছেন তিনি। হ্যারির ক্যাপ্টেন্সি, টিম গেমে ৪২ রানের বিশাল ব্যবধানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের।

Leave a Reply