অবিশ্বাস্য আপারকাট মেরে বদলা, ধরমশালায় দিল জিতলেন সরফরাজ!Image Credit source: BCCI
কলকাতা: তীব্র গতিতে আছড়ে পড়ছে একের পর এক বল। সত্তর শতাংশ বলই করেছেন শর্টপিচ। কিন্তু উইকেটের দেখা পাননি। ধরমশালার পিচে পেসারদের জন্য প্রাণ কতটা আছে, তা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু মার্ক উড চেষ্টার ত্রুটি রাখেননি। গতকাল তাঁর ১৫২ কিমি গতিতে আছড়ে পড়া বাউন্সারে পুল মেরে চমকে দিয়েছিলেন রোহিত শর্মা। শুক্রবারের ধরমশালাকে বিনোদন দিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। বিশাখাপত্তনমে অভিষেক হয়েছিল তাঁর। দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু রাঁচি টেস্টে রান মেলেনি। ধরমশালায় কিন্তু সরফরাজ সেই আগ্রাসী ছন্দে। চার মেরে হাফসেঞ্চুরিও করে ফেললেন।
এই গল্পে বদলার গন্ধ মিশে থাকতে পারে। তখন দিল্লির হয়ে খেলতেন সরফরাজ। আর মার্ক উড খেলতেন লখনউয়ের হয়ে। এমনিতে আইপিএলে তেমন সফল নন সরফরাজ। কিন্তু অতীত ভুলবেন কী করে! সেই ম্যাচে সরফরাজকে আউট করেছিলেন উড। সেই বদলা ধরমশালায় নিলেন মুম্বইয়ের ছেলে। মার্ক উডের তীব্র গতিতে আছড়ে পড়া বলে অবিশ্বাস্য আপারকাট মারলেন। ইংলিশ বোলারের বলের গন্ধ শুকে যেন চার মারলেন। এতেই কি শেষ, মাথায় উপর দিয়ে বল উড়িয়ে তুলে নিলেন চার। উড ফিরে আসার চেষ্টা করেছিলেন বাউন্সার দিয়ে। সেই বল বাপি বাড়ি যা ঢঙে উড়িয়ে দিলেন গ্যালারিতে। তার ঠিক আগের বলেই গতি কাজে লাগিয়ে চার মেরেছেন উডকেই।
Zooms past a fifty! 👌 👌
Sarfaraz Khan brings up his 3⃣rd Test half-century 👏 👏
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/QvxllLAN82
— BCCI (@BCCI) March 8, 2024
ধরমশালায় শুরুতে একটু চাপে ছিলেন সরফরাজ। ধীরে শুরু করেছিলেন। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে শট খেলার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই যেন নিজেকে মেলে ধরেছেন। পর পর শুভমন, রোহিতকে হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল সে সময় ভারত। সেখান থেকে টিমকে এগিয়ে নিয়ে যান সরফরাজ। রানের গতিও থমকায়নি। ৫৫ বলে ৫১ করে ক্রিজে রয়েছেন। তবে এ বার সেঞ্চুরি পেতে চান সরফরাজ।