Shubman Gill: ও কিন্তু পূজারা নয়… ছেলের সিদ্ধান্তে ঘোর অখুশি শুভমনের বাবা!
কলকাতা: তিন নম্বরেই ধীরে ধীরে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন শুভমন গিল (Shubman Gill)। আগ্রাসী ব্যাটিংই তাঁর স্টাইল। আইপিএল হোক আর দেশের হয়ে, প্রতিপক্ষ বোলারকে আক্রমণ করেই রান তোলেন। টেস্টেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। ধরমশালা টেস্টে তিন নম্বরে নেমে নিজের স্টাইলেই খেলেছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। এই শুভমনই সমালোচনার মুখে পড়েছিলেন রান না পাওয়ায়। টেস্ট (Test Cricket) থেকে বাদ দেওয়ার কথাও উঠে গিয়েছিল। সেখান থেকে ফিরেছেন। বিশাখাপত্তনমে সেঞ্চুরি করেছিলেন। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিও এল। তবু প্রশ্ন থেকে যাচ্ছে, তিন নম্বর কি সঠিক জায়গা শুভমনের? তাঁর বাবা যিনি আবার কোচও, সেই লখবিন্দর গিল কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। কেন?
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লখবিন্দর বলেছেন, ‘যে মুহূর্তে কেউ তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না, তখনই কিন্তু চাপে পড়ে যাবে। ক্রিকেট খেলাটাই হল আত্মবিশ্বাসের। কেউ যখন একটা ভালো ইনিংস খেলে, তখন সে তার সেরা ছন্দটা পেয়ে যায়। অনূর্ধ্ব ১৬ ক্রিকেট থেকেই কিন্তু শুভমন আগ্রাসী ব্যাটিংই করে আসছে। আমার তো মনে হয়, ওর ওপেনিংই করা উচিত। তিন নম্বরে ব্যাটিং করাটা ওর পক্ষে মোটেও ভালো হচ্ছে না। কেউ যখন দীর্ঘ সময় ড্রেসিংরুমে বসে থাকে, তখন থেকেই কিন্তু চাপটা মাথায় চেপে বসে। তিন নম্বর জায়গাটা ওপেনিং তো নয়ই, মিডল অর্ডারও নয়। ওর খেলার ধরন কিন্তু চেতেশ্বর পূজারার মতো ডিফেন্সিভ নয়। বল যখন নতুন, তখন কিন্তু অনেক বেশি লুজ বল পাওয়া যায়। কিন্তু ৫-৭ ওভার পরে কেউ ব্যাট করতে এলে পরিস্থিতি অনেকটা পাল্টে যায়। বলে তখনও পালিশ থাকে, কিন্তু বোলার নিজের লেন্থ অনেকটাই পেয়ে যায়।’
ঘটনা হল, ওপেনিং স্লটেই টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন শুভমন। চার নম্বর জায়গাটা তাঁর পছন্দের। কিন্তু বিরাট কোহলির কারণে তাঁকে তিন নম্বরে ব্যাট করতে হচ্ছে। শুভমনের বাবা বলেছেন, ‘ওর সিদ্ধান্তে আমি কোনও ভাবেই নাক গলাতে চাই না। ও যে ভাবে চায়, সে ভাবেই ট্রেনিং করাব। তা ছাড়া নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স শুভমনের হয়েছে। ও যখন ছোট ছিল, তখন ওর সিদ্ধান্ত আমিই নিতাম।’
বোঝাই যাচ্ছে, ছেলেকে ওপেনার হিসেবেই দেখতে চান লখবিন্দর। কিন্তু রোহিত শর্মার সঙ্গে টেস্টে এখন ওপেন করছেন যশস্বী জয়সওয়াল। তিনি যে ফর্মে আছেন, তাতে ভারতের ওপেনিং জুটি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আবার চারেও নামতে পারবেন না শুভমন। বিরাট ফিরবেন পরের সিরিজে। ফলে তাঁকেই দেখা যাবে চার নম্বর জায়গায়। অপছন্দ হলেও তিনেই আপাতত ব্যাট করতে হবে শুভমনকে।