Team India: এমন রেকর্ডও হয়! রোহিতদের এই কীর্তি যেন বিশ্বাসই হবে না…Image Credit source: X
কলকাতা: টিম ইন্ডিয়া (Team India) গত ৯২ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। দেখতে দেখতে মোট ৫৭৯টি টেস্ট (Test) ম্যাচ খেলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম। ধরমশালা টেস্ট জেতার পর এক বিরল রেকর্ড গড়েছে রোহিতের ভারত। এই কীর্তি যেন কারও বিশ্বাসই হবে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে। বিরাট কোহলিসহ একাধিক তারকা ক্রিকেটারের অনুুপস্থিতিতেও অনবদ্য খেলেছে ভারতীয় টিম। হায়দরাবাদে প্রথম টেস্ট হেরেছিল ভারত। সেখান থেকে ধরমশালায় ৪-১ ব্যবধানে সিরিজ জিততেই টিম ইন্ডিয়া এক বিরল রেকর্ডের অধিকারী হয়েছে। আসলে ভারতের টেস্টে জয় ও হারের পরিমাণ একই হয়ে দাঁড়িয়েছে। এখনও অবধি মোট ৫৭৯টি টেস্টে খেলে ভারতের জয় ১৭৮টি এবং হারও ১৭৮টি। এ ছাড়া ভারত টেস্ট ড্র করেছে ২২২ বার আর টাই ১ বার। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন হার ও জয়ের পরিমাণ একই এই প্রথম বার হল।
দেশের মাটিতে এই নিয়ে ৪০০তম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে ১১২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রোহিত শর্মা হলেন সেই প্রথম ক্যাপ্টেন, যাঁর নেতৃত্বে ০-১ পিছিয়ে থেকেও শেষ অবধি ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। ভারতের মাটিতে এই নিয়ে ১১৮তম টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নিরিখে ভারত পৌঁছে গিয়েছে তিন নম্বরে। অস্ট্রেলিয়া দেশের মাটিতে ২৫৯টি টেস্টে জিতেছে। আর ইংল্যান্ড তাদের দেশের মাটিতে জিতেছে ২৩৩টি টেস্ট। ভারতের পর এই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা প্রোটিয়া ভূমে ১১৭টি টেস্ট ম্যাচ জিতেছে।
৭১২ রান করে এই সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। এই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ভারতের যেমন যশস্বী রয়েছেন, তেমনই বোলারদের তালিকাতেও সবচেয়ে বেশি উইকেট নিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার এক ক্রিকেটার। তিনি রবিচন্দ্রন অশ্বিন। ভারত-ইংল্যান্ড টেস্টে ১০টি ইনিংসে ২৬টি উইকেট নিয়েছেন অশ্বিন।