IPL 2025 Auction: পঁচিশে IPL এর মেগা নিলাম, কতজন ক্রিকেটার রিটেন করতে পারবে ১০ টিম?
কলকাতা: চব্বিশের আইপিএলের (IPL) বল মাঠে গড়ানোর আগেই বড় খবর। ২০২৫ সালে হবে আইপিএলের মেগা নিলাম। ২০২৩ সালের ডিসেম্বরে দুবাইতে হয়েছিল এ বারের আইপিএলের মিনি নিলাম। নতুন বছরে হবে বড় নিলাম। মেগা নিলাম মানে দল বেশি করে সাজানোর সুযোগ। সম্প্রতি আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নিশ্চিত করেছেন, ২০২৫ সালে হবে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Auction)। ২০২৫ এর আইপিএলের জন্য কতজন করে ক্রিকেটার রিটেন করতে পারবে ১০ ফ্র্যাঞ্চাইজি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২২ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। তার আগে Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান জানিয়েছেন, পঁচিশে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। তাঁর কথায়, ‘নিশ্চিতভাবেই ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম হবে। আর প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৩-৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আর তারপর একটা পুরো নতুন দল গড়ে নিতে পারবে। এই নিয়মটা বেশ আকর্ষণীয়। আর সেই ধারাটাই আগামী বছরও বজায় থাকবে।’
অরুণ ধুমালের মতে মেগা নিলামে প্রচুর নতুন প্রতিভা আইপিএলে প্রবেশ করার সুযোগ পাবে। তিনি বলেন, ‘আশা করি, মেগা নিলাম ততটা বড় এবং ততটা ভালো হবে যতটা আমরা আগেও দেখেছি। ভারত বা অন্যান্য দেশ থেকে আসা নতুন প্রতিভা সুযোগ পাবে। আফগানিস্তানের মতো দল আইপিএলের জন্য উপকৃত হয়েছে। কারণ বহু আফগান ক্রিকেটার আইপিএলে তাঁদের প্রতিভা প্রদর্শন করতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম মানে স্বাভাবিকভাবেই প্রচুর ক্রিকেটারের ভাগ্য পরীক্ষার সুযোগ। ভারতের ঘরোয়া ক্রিকেটাররা যেমন মেগা নিলামে সুযোগ পেতে পারেন, তেমনই একাধিক বিদেশি ক্রিকেটাররাও আইপিএল টিম পেতে পারেন। একদিকে আইপিএলের মেগা নিলামের কথা শুনে ক্রিকেট প্রেমীরা উচ্ছ্বসিত হচ্ছেন। পাশাপাশি দিন গুনছেন এ বারের আইপিএল শুরু হওয়ার। আপাতত ২২ মার্চ থেকে ৭ এপ্রিল অবধি মোট ২১টি আইপিএল ম্যাচের আংশিক সূচি ঘোষণা করেছে বিসিসিআই।