Mohammed Shami: জিমিকে দেখে শেখো… ‘বুড়ো’ সামিকে পরামর্শ কিংবদন্তির
কলকাতা: বয়সকে তুড়ি মেরে কী ভাবে এগিয়ে যাওয়া যায়? তার প্রমাণ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রতিনিয়ত দেখাচ্ছেন। ইংল্যান্ডের সিনিয়র তারকা ক্রিকেটার জিমি অ্যান্ডারসনও (Jamen Anderson) সেই তালিকাতেই রয়েছেন। ধরমশালা টেস্টে জেমস অ্যান্ডারসন ৭০০টি উইকেটের মালিক হয়েছেন। ৪২ ছুঁই ছুঁই অ্যান্ডারসনের বোলিংয়ে এখনও যে ঝাঁঝ রয়েছে, তা তাঁকে দেখেই পরিষ্কার। আর বাড়তি বিশ্বাস যদি করতে হয় রেকর্ড তো রয়েছেই। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হওয়া টেস্ট সিরিজে খেলতে পারেননি ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামি (Mohammed Shami)। এ বার এক কিংবদন্তি ক্রিকেটার মহম্মদ সামিকে পরামর্শ দিয়েছেন, জেমস অ্যান্ডারসনকে দেখে শেখার।
সংবাদ সংস্থা পিটিআইকে সম্প্রতি অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, তাঁর মনে হয় মহম্মদ সামির উচিত ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে দেখে শেখার। ম্যাকগ্রার মতে ৩৩ এর মহম্মদ সামির উচিত কী ভাবে ফিট থাকতে হয়, তা ৪২এর কোঠা ছুঁতে চলা জেমস অ্যান্ডারসনকে দেখে শেখা। তিনি বলেন, ‘ফিটনেস ধরে রাখাটা কঠিন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম করার পাশাপাশি ভালো পারফর্ম করার জন্য অনুপ্রেরণার প্রয়োজন। জেমস অ্যান্ডারসনের মতো ৪১ বছরের ক্রিকেটার ৭০০ উইকেট নিয়েছে। এখনও ভালো বোলিং করছে। জিমিকে দেখে শেখা উচিত। বয়স বাড়লেও ভালো পারফর্ম করা যায়। তবে এটা ঠিক যে একজন পেস বোলারের বয়স হল শরীরের উপর চাপ পড়ে।’
সামিকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ম্যাকগ্রা অবশ্য ভারতের বোলিং বিভাগের প্রশংসা করতে ভোলেননি। তাঁর কথায়, ‘আমাদের দেখতে হবে পরবর্তী প্রজন্ম কেমন হয়। জসপ্রীত বুমরা এখনও এগিয়ে যাচ্ছে। মহম্মদ সামি ওর থেকে একটু বড়। মহম্মদ সিরাজ এখন সবে খেলছে। ভালো খেলছে। ও অনেক দূর এগিয়ে যাবে। অর্থাৎ এখনকার ভারতীয় বোলিং বিভাগের টিমেকে আরও অনেককিছু দেওয়া বাকি রয়েছে। ওরা অসাধারণ, ব্যতিক্রমী। দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করছে। সামি বল হাতে কী করতে পারে, ওর বলে নিয়ন্ত্রণ, মনোভাব সবকিছুই আশ্চর্যজনক। বুমরা-সিরাজও দুরন্ত।’