জুনে বিশ্বকাপ, IPL দ্রুত শেষ করতে ডাবল ধামাকা বোর্ডের


IPL 2024: জুনে বিশ্বকাপ, IPL দ্রুত শেষ করতে ডাবল ধামাকা বোর্ডের

কলকাতা: সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়… সময় বড়ই মূল্যবান। তাই সময়ের কথা মাথায় রেখে কয়েকদিন আগে বোর্ডের পক্ষ থেকে আইপিএলের (IPL) ২১টি ম্যাচের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। এ বার সময় বাঁচাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আসলে চলতি বছরের জুনে রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। তার জন্য মে মাসের মধ্যে আইপিএল শেষ করতে চাইছে বোর্ড। এ বছর দেশে হবে লোকসভা নির্বাচন। তার জন্য আইপিএলের পুরো সূচি ঘোষণা করতে পারেনি বিসিসিআই (BCCI)। এ বার আইপিএল দ্রুত শেষ করার জন্য বোর্ড ডাবল ধামাকা দিতে চলেছে। জানেন তা কী? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আর ১১দিন পর ১৭তম আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগে Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ২৫-২৬ মে-র মধ্যে আইপিএল শেষ করে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে বোর্ড। কিন্তু সময় কম বলে টুর্নামেন্ট তাড়াতাড়ি শেষ করার জন্য বেশি ডাবল হেডারের কথা ভাবতে পারে বিসিসিআই।

অরুণ ধুমালের কথায়, ‘২০১৯ সালেও নির্বাচন হয়েছিল। তারপরও আইপিএল হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটেই অনুষ্ঠিত হয়েছিল। একবার লোকসভা নির্বাচনের তারিখ বেরিয়ে গেলে এবং ভোটের তারিখ গুলি সম্পর্কে আমরা স্পষ্ট জানতে পারলে আইপিএলের পরবর্তী পর্বের কাজ নিয়ে ভাবতে পারব। কিন্তু জুনের প্রথম সপ্তাহে টি-২০ বিশ্বকাপ রয়েছে। তাই ২৫ মে কিংবা ২৬ মে-র মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। কারণ তারপর মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দেবেন ক্রিকেটাররা।’

লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম পর্বের পর কিছুটা টুর্নামেন্টে বিরতি থাকতেই পারে। কিন্তু বিশ্বকাপ সামনে বলে সময় কম থাকায় ডাবল হেডারের সংখ্যা বাড়তে পারে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। তাঁর কথায়, ‘নির্বাচনের সূচির কথা মাথায় রাখতে হবে আমাদের। সেক্ষত্রে আমাদের আইপিএে ডাবল হেডার বাড়াতে হতে পারে। ভোট শেষ হলে আমরা পরিষ্কার ধারণা পাব।’

আইপিএলে ডাবল হেডার নতুন কিছু নয়। বরাবরই ডাবল হেডার (একদিনে দুটো আইপিএল ম্যাচ) থাকে। বেশিরভাগ সময় উইকএন্ডে আইপিএলের ডাবল ম্যাচ থাকে। কিন্তু মাঝে মাঝে সপ্তাহের অন্যান্য দিনেও আইপিএলে একটি দিনেই দুটো ম্যাচও হয়েছে।

Leave a Reply