তরুণ বিরাটে ছিল ভরসা, কোহলির সাবালক হওয়ার সাক্ষী আরসিবি…Image Credit source: RCB Twitter
কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও আরিসিবি (RCB) টিম যেন একে অপরের পরিপূরক। ক্যালেন্ডার বলছে আজ ১১ মার্চ। আজ থেকে ১৬ বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী বিরাট কোহলির উপর ভরসা দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০০৮ সালের ১১ মার্চ আরসিবি সে বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় টিম থেকে ড্রাফ্ট সিস্টেমের মাধ্যমে বিরাট কোহলিকে বেছে নিয়েছিল। আরসিবির সঙ্গে বিরাট মানসিক যোগ কখনও ছিঁড়তে পারেননি। যে কারণে ওই টিমের হয়ে ১৬টা আইপিএল মরসুম কাটিয়ে দিয়েছেন। আসন্ন আইপিএলেও তাঁকে আরসিবির লাল-কালো জার্সিতে দেখা যাবে। বিরাটের আরসিবিতে ১৬ বছর পূর্তিতে ওই ফ্র্যাঞ্চাইজি বিশেষ শ্রদ্ধা জানিয়ে ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন।
𝟏𝟔 𝐒𝐞𝐚𝐬𝐨𝐧𝐬. 𝟏 𝐂𝐨𝐧𝐬𝐭𝐚𝐧𝐭. 𝟏 𝐊𝐢𝐧𝐠. 👑#OnThisDay in 2008, we signed a young prodigy named Virat Kohli, on Day 2️⃣ of the inaugural #IPLAuction in the U-19 Player Draft. ❤🔥
16 years later, he’s our undisputed King! ✨ Thank you for everything that you do… pic.twitter.com/9F8LGcG4TQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 11, 2024
কিং কোহলি আমরা তোমাকে ভালোবাসি… আইপিএলের অন্যতম জনপ্রিয় টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি গত ১৬টা মরসুম এই টিমে কাটালেও আইপিএল খেতাব আসেনি আরসিবিতে। কোহলির এই একটাই আক্ষেপ। এ বার আরসিবিতে বিরাট কোহলির ১৬ বছর পূর্তির দিনে এক স্পেশাল ভিডিয়ো শেয়ার করেছে বেঙ্গালুরুভিত্তিক ফ্র্যাঞ্চাইজি। যেখানে কন্নড় জনপ্রিয় সিনেমা KGF এর থিম সং ব্যবহার করে বিরাটের আরসিবিতে কাটানো একাধিক মরসুমের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।
“Loyalty above all.” 🙌
We love you, King Kohli! ❤🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPL #16YearsOfViratKohli #ViratKohli @imVkohli pic.twitter.com/7H1mcYvWQE
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 11, 2024
২০০৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি আরসিবিতে ২৩৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাতে করেছেন ৭২৬৩ রান। আইপিএল কেরিয়ারে বিরাট কোহলির নামে রয়েছে ৭টি শতরান এবং ৫০টি অর্ধশতরান। তার মধ্যে গত বারের আইপিএলে বিরাট করেছিলেন ২টি সেঞ্চুরি এবং ৬টি হাফসেঞ্চুরি। আসন্ন আইপিএলে আবার বিরাট কোহলির ব্যাটে ধামাকা দেখার জন্য তৈরি তাঁর অনুরাগীরা।