RCB, IPL 2024: জলসঙ্কট চরমে, ঘরের মাঠে IPL খেলতে পারবেন বিরাট কোহলিরা?Image Credit source: X
কলকাতা: ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL)। চেন্নাইয়ের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে নামবেন বিরাট কোহলিরা। তিনদিন পর, ২৫ মার্চ ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচ আরসিবির (RCB)। পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ওই ম্যাচ আয়োজন করা যাবে তো? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এখন তীব্র আকার নিয়েছে জলসঙ্কট। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরে ঘরে জল পৌঁছচ্ছে না। জলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। কর্নাটক ক্রিকেট সংস্থা জরুরিকালীন বৈঠক ডেকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে।
সারা শহর জুড়ে কার্যত খরা দেখা দিয়েছে। পানীয় জলের জলের সঙ্কটে পড়েছে সিলিকন শহর বেঙ্গালুরু। বাসিন্দারা জলসঙ্কট মেটাতে বিপুল অর্থ খরচ করে নিয়মিত জল কিনছেন। এই পরিস্থিতি আইপিএলে আরসিবির ঘরের ম্যাচ আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে থাকছে বড়সড় প্রশ্ন। ক্রিকেট ম্য়াচ আয়োজন করতে গেলে প্রচুর জল লাগে। বিশেষ করে পিচ তৈরিতে বিপুল জলের প্রয়োজন। সারা রাজ্য জুড়ে যখন খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন ক্রিকেট ম্যাচ আয়োজন করা যায় কি, এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শহরবাসী। আরসিবির ম্যাচ অন্যত্র সরানোর দাবি তুলতে শুরু করে দিয়েছে তাঁরা।
পরিস্থিতি যে অত্যন্ত জটিল, তা বুঝতে পারছেন কর্নাটক ক্রিকেট সংস্থার কর্তারা। এক কর্তা বলে দিয়েছেন, ‘পরিস্থিতি খুব কঠিন। এটা নিয়ে আমরা জরুরিকালীন বৈঠকে বসছি। তার আগে পর্যন্ত আর কিছু বলা সম্ভব নয়।’ বেঙ্গালুরুতে জলসঙ্কট নতুন নয়। সমস্যা মেটানোর জন্য ৭০০-৮০০ টাকায় জলের ট্যাঙ্কার পাওয়া যেত। কিন্তু তাই এখন ২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তা দিয়েও শহরবাসীর দাবি মেটানো যাচ্ছে না। এমন যদি চলতে থাকে, খুব শিগগিরই বেঙ্গালুরু শহর উদ্বেগের কারণ হয়ে উঠবে। জনগণ যখন জলের সঙ্কটে হাঁসফাঁস করছে, তখন আইপিএলের মতো বিনোদনের পিছনে কি গ্যালন-গ্যালন জল ঢালা সম্ভব? এই ছবি যদি থাকে, তা হলে আরসিবিকে অন্যত্র সরাতে হবে হোম গ্রাউন্ড।