কুয়েতকে ফাঁদে ফেলতে কলকাতাই পছন্দ সুনীলদের হেডস্যারের!


Indian Football Team: কুয়েতকে ফাঁদে ফেলতে কলকাতাই পছন্দ সুনীলদের হেডস্যারের!Image Credit source: Indian Football Team Twitter

কলকাতা: যে কোনও ফুটবলারের কাছেই কলকাতা অত্যন্ত পছন্দের জায়গা। প্রত্যেকেই চায় কলকাতায় খেলতে। ভারতীয় দলের (Indian Football Team) কোচ ইগর স্টিমাচেরও পছন্দের জায়গা কলকাতা। ঘনিষ্ঠমহলেও তিনি জানিয়েছেন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ কলকাতায় খেলতে চান। এমনকি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে স্টিমাচের। আশা করা হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হয়ে যেতে পারে। দু’বছর আগে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ কলকাতায় খেলে গিয়েছিলেন সুনীল ছেত্রীরা। এখানকার ফুটবল উন্মাদনাও বেশ উপভোগ করেন কোচ, ফুটবলাররা।

৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচ রয়েছে সুনীলদের। শুক্রবার আফগানদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ২৬ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচ। সেই ম্যাচটি হবে গুয়াহাটিতে। কুয়েত ম্যাচের জন্য কলকাতা ছাড়া ভুবনেশ্বর আর হায়দরাবাদও লড়াইয়ে আছে। তবে এই মুহূর্তে এগিয়ে আছে কলকাতাই। যুবভারতীর জনগর্জন অবশ্যই ফ্যাক্টর।

জুন মাস বিশেষত বর্ষার সময়। তাহলে সেই সময় কলকাতায় ম্যাচ হওয়া নিয়ে কোনও সংশয় নেই তো? ফুটবলমহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ওই সময়টাই কাজে লাগাতে চাইছেন স্টিমাচ। সাধারণত বর্ষার ভিজে মাটিতে খেলে অভ্যস্থ নয় কুয়েতের ফুটবলাররা। এছাড়া মাঠ ভিজে থাকলে বলের গতিও সহজে আন্দাজ করা যায় না। যেদিকে ভারতীয় ফুটবলাররা কিছুটা হলেও এগিয়ে। এই অ্যাডভান্টেজটাই কাজে লাগাতে চাইছেন সুনীলদের হেডস্যার। ফেডারেশনও তত্‍পরতার সঙ্গে চাইছে স্টিমাচের প্রাধান্যকে গুরুত্ব দিতে।

Leave a Reply