‘ঠিক যে ভাবে শুরু হয়েছিল…’ ধোনির ক্লাসিক লুকে নস্টালজিয়া


ঠিক যে ভাবে শুরু হয়েছিল, সে ভাবেই কি শেষের পথে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২২ মার্চ। প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। চিপকে প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কয়েক দিন আগেও অবশ্য ক্রিকেট প্রেমীদের প্রবল চাপে ফেলেছিল মহেন্দ্র সিং ধোনির একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। যেখানে তিনি নতুন ভূমিকার কথা উল্লেখ করেছিলেন। এরপর থেকেই নানা অনুমান শুরু হয়। ধোনি কি তাহলে এ বার খেলবেন না? এখন সমর্থকরা অনেকটাই চিন্তা-মুক্ত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চেন্নাইতে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শহরে ধোনি পৌঁছতেই সিএসকে সমর্থকদের মুখে হাসি ফুটেছিল। প্রস্তুতি দেখে তারা যেন আস্বস্ত হচ্ছেন, মাহি খেলবেন। মরসুম বদলায়, মাহিকে নিয়ে আগ্রহ, উন্মাদনা, উচ্ছ্বাস নয়। গত সংস্করণে একটা আভাস দিয়ে রেখেছিলেন, এ মরসুমে যে কোনও ভূমিকাতেই দেখা যেতে পারে। মহেন্দ্র সিং ধোনি যে ভাবে প্রস্তুতি সারছেন, তাতে ধরে নেওয়াই যায়, প্লেয়ার ধোনিকেই দেখা যাবে, ক্যাপ্টেন ধোনিকেও।

মহেন্দ্র সিং ধোনির শুরুর দিনগুলো মনে পড়ে? বড় চুল। এটাই ছিল মাহির ট্রেডমার্ক। ধোনি আবার চুল বড় করেছেন। ঠিক যেন পুরনো ধোনি। সমর্থকরাও নস্টালজিয়ায় ভুগছেন। এর মধ্যে অন্য ইঙ্গিতও খুঁজে পাচ্ছেন। দীপক চাহারের মতো সিএসকে পেসার যেমন জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন, ধোনি আরও দু-মরসুম খেলতেই পারেন। যদিও মাহি নিজে অন্য ইঙ্গিত দিচ্ছেন। হয়তো ক্লাসিক লুক-এই আইপিএলকে বিদায় জানাবেন মাহি। সমর্থকদের সঙ্গী থাকবে নস্টালজিয়া।

Leave a Reply