উইমেন্স প্রিমিয়ার লিগে এলিস পেরি শো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থকদের মুখের হাসি চওড়া করলেন অজি তারকা অলরাউন্ডার। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্যান। টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট! এমন অবাক করা বোলিং এলিস পেরির। তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বোলিং হোক বা ব্যাটিং, মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি যে কোনও দলের কাছেই ঈর্ষণীয়। এলিস পেরির সামনে যেন অসহায় আত্মসমর্পণ মুম্বই ব্যাটারদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস আগেই প্লে-অফ নিশ্চিত করেছে। একটিই স্পট খালি ছিল। তাতে এগিয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও তাদের ক্ষেত্রে সামান্য অঙ্কও ছিল। বড় ব্যবধানে হারলে নেট রান রেটে পিছিয়ে পড়তে পারত আরসিবি। সেক্ষেত্রে প্লে-অফে যাওয়ার রাস্তা একটু হলেও কঠিন হত। তবে জিতলে কোনও অঙ্কেরই প্রয়োজন ছিল না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেটাই করল। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিল।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। এরপরই এলিস পেরির দাপট। চার বোলার ব্যবহারের পর পেরিকে আক্রমণে আনেন স্মৃতি মান্ধানা। তাঁর বোলিং পরিসংখ্যান ৪ ওভারে ১৫ রান দিয়ে ৬ উইকেট। ২৪টির মধ্যে ১৮টি ডট বল। ইকোনমি ৩.৭৫। উইমেন্স প্রিমিয়ার লিগে এই প্রথম কোনও বোলার ৬ উইকেট নিলেন। মুম্বই ইনিংসে সর্বাধিক রান সঞ্জীবন সাজানার। ৩০ রান করেন তিনি। ১৯ ওভারে ১১৩ রানেই অলআউট মুম্বই ইন্ডিয়ান্স।
আগের ম্যাচে মাত্র ১ রানে হেরেছিল আরসিবি। এ দিন তাই শুরু থেকেই সতর্ক। আরসিবির রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারে সার্কেলে সোফি মলিনিউয়ের ক্যাচ ফসকান ন্যাট সিবার। তা অবশ্য খুব বেশি পার্থক্য গড়তে পারেনি। দ্রুতই আউট হন সোফি। স্মৃতির সঙ্গে ক্রিজে যোগ দেন এলিস পেরি। এরপরই আউট স্মৃতি। আরসিবি ও মুম্বই দু-দলেই এ দিন বাংলার কিপার। আরসিবিতে নিয়মিত খেলেন রিচা ঘোষ। মুম্বইয়ের হয়ে অভিষেক হল প্রিয়াঙ্কা বালার।
আরসিবির টার্গেট ছিল দ্রুত ম্যাচ শেষ করা। ২ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে আরসিবি। গত ম্যাচের ক্ষত এখনও অক্ষত। ক্রিজে সোফি ডিভাইন-এলিস পেরি জুটি থাকায় তখনও ভরসা ছিল। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে নেয় আরসিবি। পাওয়ার প্লে-র পরই আউট সোফি ডিভাইন। ফের চাপ বাড়ে আরসিবি শিবিরে। রিচা ঘোষের ক্যাচ ফসকান ন্যাট সিবার। তার ফলও ভুগতে হয়। রিচা ঘোষ ২৮ বলে ৩৬ রান এবং এলিস পেরি ৩৮ বলে ৪০ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ ওভার বাকি থাকতেই প্লে-অফে আরসিবি।