কেরলে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের চ্যালেঞ্জ প্রাক্তনীও


ময়দানে খুব প্রচলিত একটা বিষয় রয়েছে। ডার্বির পরের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জয়ী দলের জন্য। ধারাবাহিকতা, মানসিকতা সব পরীক্ষাই এক ম্যাচে পাওয়া যায়। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বিতে ৩-১ ব্যবধানে জিতেছে মোহনবাগান। আজ অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে খুব একটা ভালো জায়গায় নেই। মোহনবাগান বিধ্বংসী ফর্মে। কিন্তু ওই যে, ডার্বির পরের ম্যাচ! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের ডার্বি নিয়ে অনেক বেশি উন্মাদনা ছিল। তার অন্যতম কারণ, এ মরসুমে ডার্বির ফল। ইন্ডিয়ান সুপার লিগের আগে ডুরান্ড কাপে দুটি ডার্বি হয়েছে। গ্রুপ লিগে ইস্টবেঙ্গল জিতেছিল, ফাইনালে মোহনবাগান। সুপার কাপে ফের জয় ইস্টবেঙ্গলের। আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ড্র হয়েছিল। ফিরতি ডার্বিতে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল মোহনবাগান। সেখান থেকে ৩-১ ব্যবধানে জয়। প্রথমার্ধে যে দাপটে খেলেছে মোহনবাগান, দ্বিতীয়ার্ধে একই দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাসও শিকার করে নিয়েছিলেন, বিরতিতে দেওয়া তাঁর পেপ-টক কাজে দেয়নি।

ডার্বি জয়ের উচ্ছ্বাস ভুলে আপাতত কেরল ম্যাচেই নজর। এত কম সময়ের মধ্যে আরও একটি ম্যাচ। সূচি নিয়ে প্রবল ক্ষুব্ধ আন্তোনিও লোপেজ হাবাস। তা দিয়ে ম্যাচ জেতা যাবে না। তবে মোহনবাগানের লক্ষ্য যে পরিষ্কার। লিগ শিল্ড জয়। লক্ষ্যে স্থির থাকলে পথে কোনও অজুহাতই আসে না। মোহনবাগান শিবিরের ভরসাও সেটাই। টানা ম্যাচ হওয়ায় একাদশে কিছু বদল আনতে পারেন হাবাস। সকলকে ফিট রাখাও যে প্রয়োজন। আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার্স যেমনই প্রতিপক্ষ হোক, দলে রয়েছেন মোহনবাগানের প্রাক্তনী প্রীতম কোটাল। হাবাসের চাল তিনিও কিন্তু জানেন।

মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং

Leave a Reply