জায়ান্টসকে হারিয়ে সরাসরি ফাইনালে দিল্লি ক্যাপিটালস


উইমেন্স প্রিমিয়ার লিগে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। এ বার সরাসরি ফাইনাল নিশ্চিত করল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি। পাঁচ দলের টুর্নামেন্ট। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করে। পরবর্তী দুটি দল অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হয়। সেখান থেকে আরও একটি দল ফাইনালে যায়। লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে সরাসরি ফাইনালে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পয়েন্ট টেবলে শীর্ষেই ছিল দিল্লি ক্যাপিটালস। আগের রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিশাল ব্যবধানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল। সেখানেই পিছিয়ে পড়ে মুম্বই। ৮ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। মুম্বই ইন্ডিয়ান্সের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। তৃতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ১০ পয়েন্টে থাকায় দিল্লির কাছে সুযোগ ছিল জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সেটাই করল তারা।

টস জিতে ব্যাটিং নেয় গুজরাট জায়ান্টস। নজর ছিল দিল্লিকে বড় রানের টার্গেট দেওয়ায়। মারিজান কাপ, শিখা পান্ডের মতো দুই অভিজ্ঞ পেসারের সৌজন্যে দিল্লি অ্যাডভান্টেজে ছিল। মিডল অর্ডারে ভারতী ফুলমালির ৪২ রান গুজরাট ইনিংসে সর্বাধিক। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে গুজরাট জায়ান্টস।

রান তাড়ায় ৩১ রানের মধ্যেই অধিনায়ক মেগ ল্যানিং ও তিনে নামা অ্যালিস ক্যাপসির উইকেট হারায় দিল্লি। তবে আর এক ওপেনার শেফালি ভার্মা খেই হারাননি। বিধ্বংসী ব্যাটিং করেন জাতীয় দল তথা ক্যাপিটালসের এই ওপেনার। আক্ষেপ একটা থাকতেই পারে। জয়ের দরজায় আউট হন শেফালি। ৩৭ বলে ৭১ রানের বিধ্বংসী খেলেন। অন্যদিকে, জেমাইমা রডরিগজ ২৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১৩.১ ওভারেই ফাইনাল নিশ্চিত দিল্লির।

Leave a Reply