Rishabh Pant: DC-র রংয়ে রঙিন ঋষভ পন্থ, নেটে নেমেই ব্যাট দিয়ে তুললেন ঝড়Image Credit source: DC Twitter
কলকাতা: ৬৬২ দিন পর… DC-র রংয়ে প্রথম দিন… কি বুঝতে পারছেন না তো? বিষয়টা পরিষ্কার করে দেওয়া যাক। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে জীবিত ফিরেছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে পন্থ দ্বিতীয় জীবন নতুন করে শুরু করার লড়াই করেছেন। সেই ঋষভ পন্থ এ বার পকেটে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট নিয়ে বুক চওড়া করে পৌঁছে গিয়েছেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। উত্তেজনায় টগবগ করে ফুটছেন। দিল্লি ক্যাপিটালস শিবিরও পন্থকে পেয়ে আনন্দে আত্মহারা। তাঁর জন্যই ওই বিশেষ ক্যাপশন দিয়ে পোস্ট করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি।
662 Days Later…Day 1 in DC colours 🥹#YehHaiNayiDilli #IPL2024 #RishabhPant pic.twitter.com/gIOz6ZNXkD
— Delhi Capitals (@DelhiCapitals) March 13, 2024
২০২৩ সালের আইপিএলে ঋষভ পন্থের খেলা হয়নি। ২০২২ সালের ২৫ ডিসেম্বর শেষ বার দেশের জার্সিতে টেস্ট খেলেছিলেন ঋষভ পন্থ। তার পর কেটে গিয়েছে ৪৪৩ দিন। প্রায় দেড় বছর পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য ২২ গজে পা রেখেছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের আইপিএলের প্রস্তুতি শিবিরে ছন্দে দেখা গেল পন্থকে। সোশ্যাল মিডিয়া সাইটে আবার ট্রেন্ডিংয়ে ঋষভ পন্থ।
𝘋𝘪𝘭 𝘴𝘦 𝘢𝘶𝘳 𝘋𝘪𝘭𝘭𝘪 𝘴𝘦, 𝘸𝘦𝘭𝘤𝘰𝘮𝘦 𝘩𝘰𝘮𝘦 𝘙𝘪𝘴𝘩𝘢𝘣𝘩 🫶#YehHaiNayiDilli #ROARFOR2024 #IPL2024 #RishabhPant pic.twitter.com/g9VTMr9xBz
— Delhi Capitals (@DelhiCapitals) March 13, 2024
দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ ঢুঁ মারলে দেখা যাবে ঋষভ আকাশি রংয়ের জার্সি পরে নেটে ব্যাটিং অনুশীলনে নেমে পড়েছেন। এই দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে পন্থের অনুরাগীদের। ২৩ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লির এ বারের আইপিএলে প্রথম ম্যাচ। এ বার সকলের নজর থাকবে পন্থ ওই ম্য়াচে খেলেন কিনা সেদিকে। সঙ্গে নজর থাকবে তিনি দিল্লির ক্যাপ্টেন হয়ে মাঠে নামেন কিনা ওই দিকেও।