গুরুতর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা। ঋষভ পন্থের যেন পুনর্জন্ম হয়েছিল। ক্রিকেটে ফেরার কথা তখন কোনও ভাবনাতেই আসেনি। ওরকম পরিস্থিতিতে অনেক দুশ্চিন্তা ঘোরাফেরা করে। ঋষভ পন্থের ক্ষেত্রেও মনে হয়েছিল। ভেবেছিলেন, পা বাদ যাবে না তো! তিনি ফিট হয়ে উঠবেন তো! ফের নিজের পায়ে দাঁড়াতে পারবেন তো! ক্রমশ সুস্থ হয়ে ওঠেন। ক্রাচ নিয়ে হাঁটতে শুরুর পর মনে হয়েছিল, সদ্য হাঁটা শিখছেন। ধীরে ধীরে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে সেই ঋষভ পন্থ। আর এই প্রসঙ্গেই বলছেন, ‘মনে হচ্ছে যেন, অভিষেক হতে চলেছে’। আর কী বলছেন ভারতের এই কিপার-ব্যাটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রায় দেড় বছর পর মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর ফিট সার্টিফিকেটও পেয়েছেন। ম্যাচে নামার অপেক্ষায় পন্থ। তাঁর লক্ষ্য ছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেই ফিট হওয়া। পন্থকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। সেটা ঝুঁকি হয়ে যেত। ২২ মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শুরু থেকেই একশো শতাংশ দিয়ে খেলতে পারবেন, এ নিয়েও ধোঁয়াশা রয়েছে। তার আগে পন্থ কী বলছেন?
𝘋𝘪𝘭 𝘴𝘦 𝘢𝘶𝘳 𝘋𝘪𝘭𝘭𝘪 𝘴𝘦, 𝘸𝘦𝘭𝘤𝘰𝘮𝘦 𝘩𝘰𝘮𝘦 𝘙𝘪𝘴𝘩𝘢𝘣𝘩 🫶#YehHaiNayiDilli #ROARFOR2024 #IPL2024 #RishabhPant pic.twitter.com/g9VTMr9xBz
— Delhi Capitals (@DelhiCapitals) March 13, 2024
দিল্লি ক্যাপিটালসের প্রাক মরসুম প্রস্তুতি যোগ দিয়ে অধিনায়ক বলছেন, ‘মাঠে ফেরার জন্য উত্তেজনায় ফুটছি। একই ভাবে নার্ভাসও লাগছে। মনে হচ্ছে, আমার যেন অভিষেক হতে চলেছে। আমি আবারও ক্রিকেট খেলতে পারব, এটা মিরাকলের চেয়ে কম নয়। বিসিসিআই এবং এনসিএর সকলের কাছে কৃতজ্ঞ। সকলের সম্মিলিত চেষ্টাতেই আমি আবার মাঠে ফেরার মতো জায়গায় রয়েছি।’