‘মুম্বইয়ের যোদ্ধা’, অবসরে পা দেওয়া ধবলকে প্রশংসায় ভরালেন ক্যাপ্টেন
কলকাতা: ওয়াংখেড়েতে বিদর্ভর শেষ উইকেটটা তুলে নিয়েই শূন্যে দুটো হাত ভাসিয়ে দিলেন। চারিদিক থেকে তখন হাততালির আওয়াজ। গ্যালারি জুড়ে দর্শকরা মুম্বইয়ের নামে স্লোগান দিতে ব্যস্ত। শুরু হয়ে যায় ঢোলের আওয়াজ। আর সেই সময় চোখ ছলছল করে উঠল ধবল কুলকার্নির। রঞ্জি ফাইনাল ছিল ধবলের প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে খালি হাতে ফিরতে হয়নি ধবল কুলকার্নিকে (Dhawal Kulkarni)। মুম্বইয়ের ৩৫ বছর বয়সী তারকা ক্রিকেটার দুই ইনিংস মিলিয়ে মোট ৪টি উইকেট নিয়েছেন। ১৬৯ রানে বিদর্ভকে হারিয়ে ৪২তম রঞ্জি ট্রফি (Ranji Trophy) ক্যাবিনেটে তুলেছে মুম্বই। বুক চিতিয়ে যুদ্ধ জিতে রণক্ষেত্র থেকে যেমন সৈন্যরা মাঠ ছাড়েন, ঠিক তেমন ভাবেই মাঠ ছেড়েছেন অজিঙ্ক রাহানে, মুশির খান, ধবল কুলকার্নিরা। রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy 2024 Final) ম্যাচের শেষে মুম্বই শিবিরকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি ধবলকে অনেকেই শুভেচ্ছায় ভরাচ্ছেন।
২০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ধবল কুলকার্নির। এ বার ধবলকে ‘মুম্বইয়ের যোদ্ধা’ বললেন রোহিত শর্মা। আইপিএলে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলেছেন ধবল কুলকার্নি। এ বার রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই জেতার পর ইন্সটাগ্রাম স্টোরিতে রোহিত শর্মা তাঁর এক সময়ের সতীর্থ ধবল কুলকার্নির একটি ছবি দিয়ে লিখেছেন, ‘মুম্বইয়ের যোদ্ধা। ধবল কুলকার্নি একটা দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা।’
Rohit Sharma’s Instagram story for Dhawal Kulkarni.
“The warrior of Mumbai”. pic.twitter.com/zFkJEXJ4rT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 14, 2024
ধবল কুলকার্নি মুম্বইয়ের হয়ে ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচে খেলেছেন। তাতে নিয়েছেন ২৮১টি উইকেট। তাতে রয়েছে ১৫টি ফাইফার। দেশের হয়ে ১২টি ওডিআই এবং ২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে ধবলের। খেলেছেন ১৩০টি লিস্ট এ-র ম্যাচেও।