৭দিনের অপেক্ষা, ১৭তম আইপিএলের আসর মাতাবেন না যাঁরা… রইল তালিকা


৭দিনের অপেক্ষা, ১৭তম আইপিএলের আসর মাতাবেন না যাঁরা… রইল তালিকাImage Credit source: BCCI

কলকাতা: ক্রিকেট প্রেমীদের কানে এখন আইপিএলের (IPL) বিউগল বাজা শুরু করে দিয়েছে। আর মাত্র ৭দিন পর শুরু হবে ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ধুন্ধুমার লড়াই। ১০ ফ্র্যাঞ্চাইজি অনুশীলন পর্ব শুরু করে দিয়েছে। এ বারের আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন কারণে অ্যাকশনে দেখা যাবে না। তালিকাটা নেহাতই ছোট নয়। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবদেন দেখে নিন কোন কোন ক্রিকেটার নেই এ বারের আইপিএলে।

আসন্ন আইপিএলে অনুপলব্ধ ক্রিকেটার ও তাঁদের বদলি ক্রিকেটারদের তালিকা—

গুজরাট টাইটান্স

  • মহম্মদ সামি – গুজরাট টাইটান্সের হয়ে ২০২৩ সালের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। তিনি নেই এ বারের আইপিএলে। গত বছর ওডিআই বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও গুজরাটের পক্ষ থেকে তাঁর বদলি ক্রিকেটারের নাম ঘোষণা হয়নি।
  • ম্যাথু ওয়েড – অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার ২৫ মার্চ ও ২৭ মার্চ পরপর গুজরাট টাইটান্সের হয়ে দুটি আইপিএল ম্যাচ মিস করবেন। কারণ ওই সময় তিনি তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

লখনউ সুপার জায়ান্টস

  • মার্ক উড – ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের তারকা বোলার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেমার জোসেফকে নিয়েছে লোকেশ রাহুলের আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস।

রাজস্থান রয়্যালস

  • প্রসিদ্ধ কৃষ্ণা – ভারতীয় জোরে বোলারের কোয়াড্রিসেপ টেন্ডনে অস্ত্রোপচারের জন্য আইপিএলে খেলা হবে না। রঞ্জি ট্রফির সময় তিনি চোট পেয়েছিলেন। এখনও পিঙ্ক আর্মির পক্ষ থেকে তাঁর বদলির নাম ঘোষণা হয়নি।

কলকাতা নাইট রাইডার্স

  • জেসন রয় – ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর জায়গায় ফিল সল্টকে নিয়েছে কেকেআর।
  • গাস আটকিনসন – ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের ফাস্ট বোলার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকে নিয়েছে কেকেআর।

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে – নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের বুড়ো আঙুলের অস্ত্রোপচার হয়েছে। তাঁর সুস্থ হয়ে আট সপ্তাহ সময় লাগবে। ততদিনে হয়তো টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। এখনও সিএসকে শিবির তাঁর বদলি ঘোষণা করেনি।

Leave a Reply