ট্রায়াল শেষ, টি-টোয়েন্টি বিশ্বকাপেই চালু নতুন নিয়ম


জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখান থেকেই নতুন নিয়ম শুরু হয়ে যাচ্ছে। ম্যাচের মাঝে এখন আর অযথা সময় নষ্ট নয়। ক্রিকেট মানে শুধু খেলা নয়। বিনোদনও। হঠাৎ করে খেলার গতি কমে গেলে দর্শকদের বিরক্তি বাড়তে বাধ্য। ক্রিকেট প্রেমীরা যাতে এই খেলা থেকে মুখ ফিরিয়ে না নেন সেই বিষয়ে গভীর ভাবনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। গত কয়েক মাস ধরেই ট্রায়াল চলছিল স্টপ ক্লকের। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা বাধ্যতামূলক করা হচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বার আর পরীক্ষামূলক ভিত্তিতে নয়, বাধ্যতামূলক করা হচ্ছে স্টপক্লক। আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষামূলক ভাবে এতদিন এই নিয়মের সুফল পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। দেখা গিয়েছে, এই নিয়মের ফলে অন্তত ২০ মিনিট সময় নষ্ট আটকানো গিয়েছে। আরও কিছুদিন এই নিয়মকে ট্রায়ালে রাখার পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ১ জুন থেকেই আইসিসি পূর্ণ সদস্য দেশের খেলায় ওডিআই এবং টি-টোয়েন্টিতে স্টপক্লক নিয়ম বাধ্যতামূলক। যা শুরু হচ্ছে বিশ্বকাপে।

নতুন ওভার শুরুর জন্য ফিল্ডিং টিমের কাছে সময় থাকবে ৬০ সেকেন্ড। মাঠে একটি ইলেকট্রনিক বোর্ড থাকবে। যেখানে ৬০ থেকে ০ কাউন্টিং হতে থাকবে। এই ৬০ সেকেন্ডের মধ্যেই নতুন ওভার শুরু করতে হবে। দু-বার ওয়ার্নিং দেওয়া হবে। তারপরও না হলে পরবর্তী প্রতিটি ঘটনার জন্য প্রতিপক্ষ টিমকে পাঁচ রান করে পেনাল্টি হিসেবে দেওয়া হবে। যদিও এই নিয়মের মধ্যে কিছু ব্যতিক্রমও থাকছে।

আম্পায়ারের অনুমতিতে কোনও প্লেয়ারের মাঠেই ট্রিটমেন্ট চললে, সে সময় স্টপক্লক নিয়ম কার্যকর হবে না। তেমনই সরকারি ভাবে ড্রিঙ্কস ব্রেক, ওভারের শেষ বলে কোনও উইকেট পড়লে নতুন ব্যাটার আসা, কিংবা অন্য কোনও কারণে খেলায় ব্যাঘাত ঘটে যেটা ফিল্ডিং টিমের নিয়ন্ত্রণে নেই, সেক্ষেত্রে কোনও শাস্তি হবে না।

Leave a Reply