বিরাট কোহলিদের আগে ট্রফি আসবে স্মৃতি মান্ধানাদের হাত ধরে? প্রশ্নটা একেবারেই বিদ্রুপের নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই তারকা ভর্তি টিম বানায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হতাশার বিষয়, এখনও অবধি ট্রফির স্বাদ পাননি কোহলিরা। এ বারের আইপিএল শুরু ২২ মার্চ। তার আগেই ট্রফি জেতার সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। এর জন্য চাই একটা জয়। উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনালে কাল সেই লক্ষ্যেই নামবে আরসিবি। তাদের প্রতিপক্ষ গত বারের রানার্স দিল্লি ক্য়াপিটালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছরই শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। তার আগে আইপিএলের ধাচে মেয়েদের টুর্নামেন্ট হলেও তাতে খেলতো মাত্র তিনটি দল। গত মরসুমে পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মতো উইমেন্স প্রিমিয়ার লিগেও দল কিনেছে। উদ্বোধনী সংস্করণ হয়েছিল শুধুমাত্র মুম্বইতে। এ বার দুই শহরে টুর্নামেন্ট দারুণ সাড়া মিলেছে। বেঙ্গালুরুতে হয়েছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দিল্লিতে। ফাইনালও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই।
মুম্বইয়ের কাছে হার দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। লিগ টেবলে শীর্ষে থেকে সরাসরি ফাইনাল নিশ্চিত করে। অধিনায়ক মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে অনেক বেশি চাপমুক্ত হয়ে খেলছেন। দিল্লি ব্যাটিংয়ে রয়েছেন শেফালি ভার্মার মতো বিধ্বংসী ওপেনার। মিডল অর্ডারে জেমাইমা রডরিগজ এবং অলরাউন্ডার অ্যালিস ক্যাপসি। বোলিংয়ে এ বার মুগ্ধ করেছেন মারিজান কাপ। নতুন বলে তাঁর বিধ্বংসী স্পেল অ্যাডভান্টেজ দিয়েছে দিল্লিকে। গত বার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল, এ বার ট্রফিই পাখির চোখ দিল্লির।
উদ্বোধনী সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগ পর্বেই বিদায় নিয়েছিল। এ বারও প্রায় একই দল ধরে রেখেছে তারা। চমক আশা শোভানা। রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিলের মতো তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্ম করছেন। সঙ্গে অভিজ্ঞ স্মৃতি মান্ধানা, এলিস পেরি, সোফি ডিভাইনের কথা ভুললে চলবে না। এলিস পেরি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বারবার সেটা প্রমাণ করেছেন। সকলের মাঝে চমক আশা। এই লিগে নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা রয়েছে আশার। এলিমিনেটর ম্যাচে সোফি মলিনিউ এবং আশার স্লগ ওভারে রুদ্ধশ্বাস বোলিংয়েই ফাইনাল নিশ্চিত করেছে আরসিবি। ট্রফির ম্যাচেও বড় ভরসা।
দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রবিবার, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং