IPL 2024: ভোটের চাপে দুবাইয়ে বাকি IPL? কলকাতায় হয়তো একটিই ম্যাচ!
কলকাতা: দেশ থেকে ১৭তম আইপিএল (IPL) সরার আশঙ্কা কি সত্যি হওয়ার পথে? পরিস্থিতি যা তাতে শোনা যাচ্ছে ভোটের চাপে দুবাইতে বাকি আইপিএল হতে পারে। লোকসভা ভোটের (Lok Sabha Election) নির্ঘণ্ট আজ, শনিবার প্রকাশ হবে। ৭ থেকে ৯ দফায় ভোট হতে পারে। এই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই পরিষ্কার হয়ে যাবে বাকি আইপিএলের ভবিষ্যৎ। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিসিসিআই (BCCI) প্রথম পর্বে মাত্র ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর বোর্ডের পক্ষ থেকে আইপিএলের বাকি সূচি ঘোষণা করার কথা। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে আসন্ন আইপিএলের ২১টি ম্যাচই শুধু ভারতে হবে। আর বাকি সরবে মরুশহরে।
আর ৬দিন পর চেন্নাইতে এ বারের আইপিএলের পর্দা উন্মোচিত হবে। বিসিসিআইয়ের আইপিএল সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এই ম্যাচের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। এর আগে বার বার শোনা গিয়েছে, পুরো আইপিএল দেশে করতে চায় বোর্ড। কিন্তু ভোটের কারণে পরিস্থিতি বদলে যেতেই পারে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘ভারতের নির্বাচন কমিশন শনিবার বিকেল ৩টে নাগাদ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে। তারপর বিসিসিআই ঠিক করবে দুবাইতে আইপিএলের ম্যাচ সরবে কিনা। ইতিমধ্যেই বিসিসিআইয়ের কয়েকজন কর্তা দুবাইতে পৌঁছে গিয়েছেন। সেখানে আইপিএলের দ্বিতীয় পর্ব আয়োজন করা যায় কিনা তা খতিয়ে দেখতে।’
এর আগে ২০২০ সালে করোনা কালে দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। ফলে এ বার ভোটের জন্য যদি দুবাইতে আইপিএল সরে যায়, তা হলে অবাক হওয়ার কিন্তু থাকবে না। এর আগে ২০১৯ সালে নির্বাচন হওয়ার পরও ভারতে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রাখতে হবে। আর তাই হাতে সময়ও বেশি নয়। ফলে লোকসভা নির্বাচন যাতে আইপিএলে প্রভাব না ফেলে, তার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে সরতেই পারে আইপিএল। তেমনটা হলে এখনও অবধি প্রকাশিত হওয়া আইপিএল সূচি অনুযায়ী এ বার মাত্র ১টিই ম্যাচ হবে ইডেনে। ফলে নাইটপ্রেমীদের মন ভাঙতে পারে।