রাজধানীতে স্পিন দাপট, ট্রফি জিততে ১১৪ রান চাই আরসিবির


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কখনও ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম সংস্করণে লিগ পর্বেই বিদায় নিয়েছিল আরসিবি। এ বার ফাইনালে উঠেছে। তবে ট্রফির সঙ্গে এখনও দূরত্ব রয়েইছে। প্রথম ইনিংস শেষে আরসিবি সমর্থকরা অবশ্য উচ্ছ্বাসে ভাসতেই পারেন। রাজধানীতে ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ। বল হাতে দাপট আরসিবির। দিল্লি ক্যাপিটালস ইনিংস শেষ হল ১১৩ রানে। প্রথম ট্রফি জিততে আরসিবির চাই ১১৪ রান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। বিশ্ব ক্রিকেটে সেরা অধিনায়ক। মেয়েদের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার মেগ। তাঁর সিদ্ধান্ত সঠিকই প্রমাণ হচ্ছিল। শুরুতেই তাঁকে রান আউটের সুযোগ মিস করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই মিস কতটা বড় হতে পারে, সেটা নিয়েই আলোচনা চলছিল। কিন্তু অষ্টম ওভারে দিল্লি শিবিরে বিপর্যয় আনেন আরসিবির বাঁ হাতি স্পিনার সোফি মলিনিউ।

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটি দুর্দান্ত। দলীয় ৬৪ রানে প্রথম উইকেট পড়ে। শেফালি ভার্মাকে ফেরান সোফি। একটা ডট বল। এরপর জোড়া উইকেট। সব মিলিয়ে দিল্লি ইনিংসের অষ্টম ওভারে মাত্র ১ রান দিয়ে তিন উইকেট নেন সোফি মলিনিউ। মেগ ল্যানিং ক্রিজে থাকায় তবুও ভরসা ছিল। ১০ রানের ব্যবধানে তাঁকে ফেরান আরসিবির আর এক স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। আরসিবি স্পিনারদের দাপট, অনবদ্য ক্যাচিং-গ্রাউন্ড ফিল্ডিংয়ে শুধুই যাওয়া আসার পালা। সোফির ওভারটাই আরসিবির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

কিপার রিচা ঘোষের বুদ্ধিদীপ্ত স্টাম্পিং, শ্রেয়াঙ্কা পাটিলের আত্মবিশ্বাস। আম্পায়ারের ওয়াইডকে চ্যালেঞ্জ করে আরসিবি। কট বিহাইন্ডের রিভিউ নেন স্মৃতি মান্ধানা। দেখা যায় বোলার-কিপারই ঠিক। কট বিহাইন্ডে দিল্লি ইনিংস ইতি। আরসিবির স্পিন ত্রয়ী শ্রেয়াঙ্কা পাটিল-সোফি মলিনিউ-আশা শোভানার ঝুলিতে ৯ উইকেট! চার উইকেট নেন শ্রেয়াঙ্কা।



Leave a Reply