আমার কাঁধে ওর হাত থাকবে… রোহিত-ছাঁটাই নিয়ে এই প্রথম মুখ খুললেন হার্দিক!


Hardik Pandya, IPL 2024: আমার কাঁধে ওর হাত থাকবে… রোহিত-ছাঁটাই নিয়ে এই প্রথম মুখ খুললেন হার্দিক!

কলকাতা: বিতর্ক মেটেনি এখনও। এই বিতর্ক চট করে মিটবেও না। আইপিএল যত গড়াবে, বিতর্ক হয়তো বাড়বে। অথবা, কমতেও পারে। মুম্বই ইন্ডিয়ান্সকে কাঁটার মতো বিঁধবে, ছায়ার মতো তাড়া করবে এই বিতর্ক। আর তাই আইপিএলে (IPL) নেমে পড়ার আগে সবচেয়ে আলোচিত বিষয়, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে ছাঁটাই করা। আর চারদিন পর শুরু হচ্ছে এ বারের আইপিএল। তার আগে রোহিত (Rohit Sharma) বিতর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। যে টিম থেকে উত্থান হয়েছিল, সেখানেই আবার ফিরে নেতৃত্ব পেয়েছেন। প্রথমবার সাংবাদিক সম্মেলন করবেন হার্দিক। কী বললেন রোহিতকে নিয়ে?

রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সহানুভূতির ঝড় বয়ে গিয়েছে ভারতীয় টিমের ক্যাপ্টেনের জন্য। কেউ বলেছেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। কেউ বলছেন, সময়োপযোগী সিদ্ধান্ত। কেউ বলছেন, পাঁচবার যিনি ট্রফি দিয়েছেন মুম্বইকে, তাঁকে আরও একটা বছর দায়িত্বে রাখা উচিত ছিল। হার্দিককে ডেপুটি করা যেত। আগামী আইপিএলে না হয় হার্দিকই ক্যাপ্টেন হতেন। রোহিত বিতর্ক যে ফালাফালা করে দিয়েছে মুম্বইকে, সন্দেহ নেই। আর তাই হার্দিককে প্রথমবার সাংবাদিক সম্মেলনে এসেই মুখোমুখি হতে হল ওই প্রশ্নের।

রোহিত সংক্ষেপে বলে দিলেন, ‘ক্যাপ্টেন্সি বদল হওয়ার পর যা চলছে, তা নিয়ে কিছু বলার নেই। আমি শুধু সেটুকুই নিয়ন্ত্রণে রাখতে পারি, যেটা আমার হাতে আছে। আমি শুধু আমার খেলাতে ফোকাস করতে পারি। এটাই আমি করতে চলেছি।’

হার্দিক নিজেও জানেন, যাই বলুন না কেন, রোহিত শর্মাকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া চাপে রাখবে হার্দিককে। ৩৭ বছরের হার্দিক হয়তো খুব বেশি দিন খেলবেন না। কিন্তু তাঁর সাফল্য দিয়ে বরাবর মাপা হবে মুম্বইয়ের নতুন নেতাকে। হার্দিক জেতাতে পারলে ঝড় কমবে। কিন্তু টিম হারলে প্রশ্ন উঠে যাবে। যদি চোট-আঘাত সংক্রান্ত অপ্রত্যাশিত কিছুর মুখোমুখি হন, তা হলে তো কথাই নেই। আইপিএলের প্রতিপক্ষ, রোহিত আর নিজের ছন্দ, ত্রিবিধ বিষয়ের বিরুদ্ধে এ বারের আইপিএল খেলতে হবে হার্দিককে। পরিস্থিতি যে কঠিন, তাতে আর আশ্চর্য কী!

প্রশ্ন এল, যে রোহিতের ক্যাপ্টেন্সি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন, ভারতীয় টিমের হয়ে খেলেছেন, সেই রোহিতই এখন খেলবেন তাঁর নেতৃত্বে। অস্বস্তি হবে না? হার্দিকের জবাব, ‘রোহিত ভাইয়ের ক্যাপ্টেন্সিতেই আমি পুরো কেরিয়ারে খেলেছি। কোনও রকম অস্বস্তি থাকবে না। খুব একটা বদল হবে না পরিস্থিতির। রোহিত ভাইয়ের নেতৃত্বে টিম যে ভাবে এগিয়েছে, আমিও টিমকে সে ভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই। আমার কাঁধে ঠিক ওর হাত থাকবে।’

একই সঙ্গে হার্দিক বলে দিলেন, তাঁর সঙ্গে এখনও রোহিতের কথা হয়নি। ‘রোহিত ভাই ভারতীয় টিমের জন্য খেলতে ব্যস্ত ছিল। মাঝের ক’টা মাস আমাদের দেখা হয়নি। ও টিমের সঙ্গে যোগ দিলেই আমি কথা বলব।’

Leave a Reply