Shreyas Iyer: চোট এড়াতে নতুন দাওয়াই, IPL এ কি ছন্দে দেখা যাবে শ্রেয়সকে?Image Credit source: X
কলকাতা: নাইট ক্যাপ্টেন কেকেআর (KKR) শিবিরে যোগ দিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। রবি-রাতে কেকেআরের ছিল ইন্ট্রা স্কোয়াড টি-২০ ম্যাচ। সেখানেও ব্যাটিং করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএলে (IPL) খেলার জন্য তিনি তৈরি এবং ফিটও। কিন্তু তাঁকে নিয়ে পুরোপুরি অস্বস্তি কাটছে না গৌতম গম্ভীরের। শোনা গিয়েছে, শ্রেয়সকে চোটমুক্ত থাকার জন্য ব্যাটিং স্টাইল বদলাতে হতে পারে। যে হারে চোট প্রবণতা বাড়ছে কেকেআর ক্যাপ্টেনের, লম্বা খেলতে হলে কিছু শট বাতিলের খাতায় রাখতে হবে। ব্যাপারটা কেমন?
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে পরামর্শর পর শ্রেয়স আইয়ার মুম্বইয়ে এক স্পাইন স্পেশালিস্ট (মেরুদন্ড বিশেষজ্ঞ) এর সঙ্গে দেখা করেন। এবং সেই চিকিৎসক শ্রেয়সকে ম্যাচ খেলার জন্য ফিট বলে জানান। কিন্তু তাঁকে পা অতিরিক্ত প্রসারিত করার সময় সতর্ক থাকতে বলেছেন।
বোর্ডের এক নিকট সূত্র বলছে, ‘শ্রেয়স খেলার জন্য ফিট। তবে মুম্বইয়ের এক স্পাইন স্পেশালিস্ট ওকে বল ডিফেন্স করার সময় পা খুব বেশি প্রসারিত না করার পরামর্শ দিয়েছেন। তিনি আপাতত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরে যোগ দিয়েছেন এবং তিনি খেলতেও পারবেন। শুধু সতর্ক থাকতে হবে।’
🚨📰| A Mumbai-based specialist spine doctor has advised Shreyas Iyer not to stretch his leg too forward while defending the ball.
Although, he has been declared fit to play the IPL.
(The Indian Express) pic.twitter.com/HPxOELtJaR
— KnightRidersXtra (@KRxtra) March 18, 2024
গত কয়েকদিন ধরে শ্রেয়স আইয়ারের ফিটনেস সংক্রান্ত নানা খবর শোনা গিয়েছে। রঞ্জি ট্রফির ফাইনালে তিনি মুম্বইয়ের হয়ে চতুর্থ ও পঞ্চম দিন বিদর্ভর বিরুদ্ধে ফিল্ডিংও করেননি। সেই সময় জানা গিয়েছিল, তাঁর স্ক্যান করানো হয়েছে। পুরনো চোটের ব্যাথা নাকি ভোগাচ্ছিল শ্রেয়সকে। এমনও শোনা গিয়েছিল কেকেআর ক্যাপ্টেনকে হয়তো আইপিএলের কয়েকটা ম্যাচে পাবে না। কিন্তু শ্রেয়স আইপিএলের প্রস্তুতি শুরু করে দেওয়ার পর এটা পরিষ্কার হয়ে যায় যে তিনিই নাইটদের এ বারের আইপিএলে নেতৃত্ব দেবেন।