PSL: ফাইনালের প্রেস মিট বয়কট, পাক ক্রিকেটের টালমাটাল অবস্থাImage Credit source: X
কলকাতা: মাঠে লোক কমছে। স্টেডিয়ামের হাল তথৈবচ। কাঁড়িকাঁড়ি টাকা দিলেও বিদেশি কোচ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি যখন এমন, তখন পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) তুমুল বিতর্ক। কাজে না হলেও, মুখে আইপিএলের সমান বলে মনে করে পাকিস্তান সুপার লিগ (PSL)। তারই ফাইনালের আগে অস্বস্তিকর পরিস্থিতি। এতটাই যে, ফাইনালের প্রেস মিট বয়কট করলেন একঝাঁক সাংবাদিক। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। চরম লজ্জার মুখে পড়েছে মুলতান সুলতান। ক্ষমা চাইবেন টিম কর্তৃপক্ষ?
অপ্রীতিকর ঘটনা ঘটেছে রবিবার। মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতান ফাইনালে নামতে চলেছে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে। যে কোনও ফাইনালের আগে নিয়মমাফিক সাংবাদিক সম্মেলন হয়। পিএসএলের এই ম্যাচের আগেও হয়েছে। সুলতানের কোচ আব্দুল রহমানের সাংবাদিক সম্মেলনে আসার কথা ছিল। তার আগে টিমের মিডিয়া ম্যানেজারের সঙ্গে ঝামেলা বেঁধে যায় সাংবাদিকদের। রীতিমতো অপমানজনক কথা বলেছেন তিনি। যা মেনে নিতে পারেননি মিডিয়ার লোকজন। শুধু তাই নয়, আব্দুলের সাংবাদিক সম্মেলন শুরুর আগে মিডিয়া ম্যানেজার বলেন, যাঁরা বসতে চান, বসতে পারেন। যাঁরা চান না, তাঁরা বেরিয়ে যেতে পারেন। এতেই আরও চটে যান সাংবাদিকরা। এমনিতেই ফাইনালের আগে প্রেস মিটে খুব বেশি মিডিয়ার লোকজন ছিল না। জনা কুড়ির মধ্যে ১৫জন সাংবাদিক ওই সম্মেলন ছেড়ে বেরিয়ে যান। তাতেই মুখ পুড়েছে পাক বোর্ডের।
Karachi Journalist boycotted Multan sultan’s press conf on manager’s misbehaviour. Journalists asked captain or senior player for conf but manager said we will not entertain according to you and if you dont want to sit, you can go .we respect every franchise and expect same pic.twitter.com/zYlGPFBhD0
— Ehsan Khan UtmanZai (@EK_UtmanZai) March 17, 2024
একে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবির পর যেন পায়ের তলায় আর মাটিই খুঁজে পাচ্ছে না পিসিবি। জাতীয় টিমের পারফরম্যান্সও খুব খারাপ। সিনিয়ররাও ধারাবাহিক ভাবে বোর্ডের সমালোচনা করে যাচ্ছে। তারই মধ্যে আবার নাসিম শাহর মতো তরুণ বোলার ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, ‘পাকিস্তান টিমে নিরাপত্তাহীনতা সংস্কৃতি আজও বজায় রয়েছে। সিনিয়ররা নিজেদের বিশ্রাম দিতে চায় না। যদি কোনও জুনিয়র টিমে ঢুকে ভালো খেলে দেয়, তা হলে জায়গা হারাতে হতে পারে, এই ভয়ে।’ নাসিমের এই মন্তব্য পিসিবিকে কোণঠাসা করে দিয়েছে আরও। এরই মধ্যে আবার শেন ওয়াটসন পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পাক ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াতে পারবে?