হঠাৎ মহবিপদে ধোনি, স্ট্রেচারে মাঠ ছাড়লেন CSK-র তারকা


CSK, IPL 2024: হঠাৎ মহবিপদে ধোনি, স্ট্রেচারে মাঠ ছাড়লেন CSK-র তারকাImage Credit source: X

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস যেন চোটের পাহাড় হয়ে দাঁড়াচ্ছে। আইপিএল শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। তার আগে হঠাৎ করেই খারাপ খবর সিএসকে শিবিরে। এক এক করে চেন্নাইয়ের চোটে কাবু ক্রিকেটারদের তালিকা বাড়ছে। তাতে সাম্প্রতিকতম সংযোজন বাংলাদেশের এক তারকা ক্রিকেটার। যিনি রয়েছেন আইপিএলের (IPL) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসে। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ওই ক্রিকেটার। ম্যাচ চলাকালীন চোট পেয়ে তাঁকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। স্বাভাবিকভাবেই তার পর থেকে চিন্তা বেড়েছে সিএসকে (CSK) শিবিরে।

চট্টগ্রামে চলছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ। ওই ম্যাচ চলাকালীন স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে বল করার পর হঠাৎ করেই পেট চেপে মাঠে বসে পড়েন মুস্তাফিজুর। এরপর ৪৮তম ওভারে ফের মুস্তাফিজুর বল করতে আসেন। কিন্তু প্রথম ডেলিভারিই দিতে পারেন না। তাঁর পরিবর্তে সৌম্য সরকার ওই ওভার পূরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও মুস্তাফিজুরের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। কিন্তু সিএসকের অনুরাগীরা এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছেন যে আরও এক ক্রিকেটারকে হয়তো পাওয়া যাবে না এ বারের আইপিএলে।

চেন্নাই সুপার কিংস এমনিতেই ডেভন কনওয়ে এবং মাতিশা পাথিরানাকে সম্ভবত এ বারের আইপিএলে পাবে না। কিউয়ি ক্রিকেটার ডেভন কনওয়ের বুড়ো আঙুলের অস্ত্রোপচার হয়েছে। আর শ্রীলঙ্কার বোলার মাতিশা পাথিরানার গ্রেড ১ হ্যামস্ট্রিং চোট হয়েছে। যার ফলে এই দুই ক্রিকেটারকে সিএসকে পাবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তার মধ্যে আবার মুস্তাফিজুর রহমানের চোট চিন্তা বাড়াল।



Leave a Reply