IPL 2024, Gautam Gambhir: ‘যখন ছেড়ে যাব…’, KKR ছাড়ার কথা গৌতম গম্ভীরের মুখে!


কেকেআরে অভিশাপ! সমর্থকদের একটা বড় অংশ এমনটাই বিশ্বাস করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। গম্ভীর কেকেআর ছাড়তেই ট্রফির সঙ্গেও দূরত্ব বেড়েছে। গম্ভীরের সঙ্গে যেন ট্রফি ‘ভাগ্য’ও চলে গিয়েছিল। না হলে ফাইনালে উঠেও কেন ট্রফি এল না! এমনটাই মনে করেন অনেকে। ২০১৪ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার কেকেআর মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে। ঘরে ফিরে মেন্টর গৌতম গম্ভীর কী বলছেন? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের আইপিএলে চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। এ বারও শ্রেয়সকে পাওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে। সঙ্গে চিকিৎসক কিছু পরামর্শও দিয়েছেন। গৌতম গম্ভীরের মস্তিষ্ক, শ্রেয়সের লিডারশিপ। নতুন মরসুমের জন্য আশাবাদী কেকেআর শিবির। এ দিন শহরের এক পাঁচ তারা হোটেলে কেকেআরের নতুন মরসুমের জার্সি উন্মোচন হয়। কেকেআরের মেন্টর হিসেবে নতুন সফর শুরুর আগে অনেক কিছুই বললেন GG।

গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দু-বার ট্রফি জিতেছে। গম্ভীর অবশ্য বিষয়টিকে অন্য ভাবে দেখছেন। বলেন, ‘আমি কেকেআরকে সাফল্য দিইনি, কেকেআর আমাকে সফল করেছে। কেকেআর আমাকে লিডার বানিয়েছে।’ নাইট রাইডার্সের প্রতি তাঁর যে আবেগ, স্পষ্ট বুঝিয়ে দেন গৌতম গম্ভীর। নতুন মরসুম, নিজের দায়িত্ব প্রসঙ্গে বলছেন, ‘একটা বিষয়ে সকলকে আশ্বস্ত করতে চাই, আমি যখন কেকেআর ছাড়ব, টিমটা দুর্দান্ত জায়গায় থাকবে।’

প্লেয়ার গম্ভীরকে স্বাধীনতা নিয়েছিলেন কেকেআর কর্নধার শাহরুখ খান। এ বারও এমনই ভূমিকা? টিম ম্যানেজমেন্টকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমাকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। ধন্যবাদ জানাতে হয় শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরকে। বছরের পর বছর আমার নানা আবদার মিটিয়েছেন। প্লেয়ার হিসেবে যোগ দেওয়ার সময় যা বলেছিলেন, এ বারও শাহরুখ তাই বলেছেন।’ গম্ভীরকে কী বলেছেন শাহরুখ? সেই কথাই খোলসা করলেন গম্ভীর, ‘শাহরুখ বলেছেন-এটা তোমার টিম, ভাঙবে-গড়বে, সব তোমার উপর।’

Leave a Reply