IPL 2024: আইপিএলে ‘কম-বেশি’ অধিনায়ক, প্রত্যাশার চাপ কার উপর?
কলকাতা: ক্যালেন্ডারের দিকে চোখ রাখলে দেখতে পাবেন আজ ১৯ মার্চ। আর ঠিক ৩ দিন পর ভারতের মাটিতে শুরু হবে ১০ দলের মহাসংগ্রাম। কোমর বেঁধে ১০ ফ্র্যাঞ্চাইজি আইপিএল (IPL) ট্রফির লড়াইয়ে নেমে পড়বে। আইপিএলে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায় তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের। এমন এমন ক্রিকেটাররাও আইপিএলে খেলেন, যাঁদের থেকে তাঁদের সিনিয়র ক্রিকেটাররা বয়সে দ্বিগুণও রয়েছেন। অধিনায়কের একটা বাড়তি দায়িত্ব থাকে। সেই দিক থেকে খানিক হলেও পিছিয়ে থাকবেন আসন্ন আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক। এ বারের আইপিএলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাঁর বয়স ৪২ বছর। ৪৩ ছুঁই ছুঁই ধোনি এ বারও দলকে জেতানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। আর জানেন কি এ বারের আইপিএলের সবচেয় কম বয়সী অধিনায়ক কে? শুধু তাই নয়, সিএসকে ছাড়া আইপিএলের বাকি ৯ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের বয়স জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএলের ১০ দলের অধিনায়কদের নাম ও বয়স সম্পর্কিত তথ্য রইল নিম্নে—
- মহেন্দ্র সিং ধোনি – চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং সিএসকেকে ৫ বার চ্যাম্পিয়ন বানানো ধোনির বয়স ৪২ বছর।
- ফাফ ডু প্লেসি – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডু’প্লেসির বয়স ৩৯ বছর।
- শিখর ধাওয়ান – আসন্ন আইপিএলের তৃতীয় বয়স্ক ক্যাপ্টেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার ধাওয়ান পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। তাঁর বয়স ৩৮ বছর।
- লোকেশ রাহুল – ১৭তম আইপিএলের চতুর্থ বয়স্ক ক্যাপ্টেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের বয়স ৩১ বছর।
- প্যাট কামিন্স – সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তিনি। অজি বিশ্বজয়া অধিনায়কের বয়স ৩০ বছর।
- হার্দিক পান্ডিয়া – এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক। ভারতীয় তারকা অলরাউন্ডারের বয়স ৩০ বছর।
- সঞ্জু স্যামসন – রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। অরেঞ্জ আর্মির নেতা সঞ্জুর বয়স ২৯ বছর।
- শ্রেয়স আইয়ার – কেকেআরের অধিনায়ক মুম্বইকর। শ্রেয়স আইয়ারের বয়স ২৯ বছর।
- ঋষভ পন্থ – আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ঋষভ পন্থের বয়স ২৬ বছর।
- শুভমন গিল – গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক তিনি। এ বারের আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক শুভমন। তাঁর বয়স ২৪ বছর।