নতুন মরসুমের জন্য হেয়ারস্টাইল বদল! নাকি দ্বিতীয় বার বাবা হওয়ার উচ্ছ্বাসে? বিরাট কোহলির হেয়ারস্টাইল নিয়ে নানা আলোচনা। দীর্ঘ দু-মাস পর ক্রিকেট মাঠে ফিরেছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ বার খেলেছিলেন। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। প্রথম দু-ম্যাচের স্কোয়াডে থাকলেও সরে দাঁড়ান বিরাট। পুরো সিরিজেই তাঁকে পাওয়া যায়নি।
দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে বিরাট-অনুষ্কার। ২০ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান বিরাটরা। ক’দিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি। এরপর বেঙ্গালুরুতে আইপিএলের প্রস্তুতিও শুরু করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক। এ দিন আরসিবির আনবক্সিং অনুষ্ঠানও ছিল। বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েল সহ আরসিবির সকল প্লেয়ারকে দেখার জন্য চিন্নাস্বামীতে সমর্থকদের ভিড়। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই বিরাট কোহলি।
💇♂️
The One & Only King Kohli 👑 @imVkohli 👑❤️🏏.
Virat Kohli
Aalim Hakim#viratkohli #kingkohli #viratcut #viratnewhaircut #virat #legend #indian #rcb #2024 #ipl #aalimhakim #hakimsaalim pic.twitter.com/lhh64hnXfh— Aalim Hakim (@AalimHakim) March 19, 2024
বিরাট কোহলির নতুন হেয়ার স্টাইলের কারিগর জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। তিনিই বিরাটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিরাটকে প্র্যাক্টিসেও সকলেই দেখেছেন। তবে হেয়ারস্টাইলের কারণ সকলেরই অজানা। হেয়ার স্টাইলিস্ট নিজে লিখেছেন, কিং কোহলি একজনই। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট কোহলি সুযোগ পাবেনই, এমন নিশ্চয়তা নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করলে বিশ্বকাপের আগে স্বস্তিতে থাকবেন কিং কোহলি নিজেও।