Rohit Sharma, IPL 2024 ভিডিয়ো: দুটো ব্যাট নিয়ে মাঠে, প্রথম প্র্যাক্টিসে কেমন ‘টাচে’ হিটম্যান?


টিম হোটেলে গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল রোহিত শর্মার। ভারতীয় দলে তিন ফরম্যাটেই ক্যাপ্টেন। যদিও মুম্বই ইন্ডিয়ান্সে এখন আর তিনি ক্যাপ্টেন নন। তবে লিডারের আবার নামের পাশে ক্যাপ্টেন থাকার প্রয়োজন পড়ে নাকি! মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও এটা ভালো ভাবেই জানে। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। তরুণ দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয়। ক্যাপ্টেন রোহিতই শুধু নন, ব্যাটার রোহিতও দুর্দান্ত ফর্মে ছিলেন। এ বার আইপিএলে জ্বলে ওঠার পালা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কার্যকর ইনিংস খেলেছেন রোহিত শর্মা। একটি সেঞ্চুরিও রয়েছে সিরিজে। লাল-বলের ক্রিকেট থেকে সংক্ষিপ্ত ফরম্যাট। মানিয়ে নিতে একটু সময় লাগার কথা। যদিও হিটম্যান সব ফরম্যাটেই যেন সমান। প্রথম প্র্যাক্টিসেই বুঝিয়ে দিলেন, এতদিন দীর্ঘ ফরম্যাটে খেলে এলেও একইরকম টাচে রয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত কয়েকদিন ধরেই প্র্যাক্টিস শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত যোগ দিতেই শিবিরের মেজাজটাই বদলে গিয়েছে।

দুটো ব্যাট নিয়ে মাঠে প্রবেশ রোহিতের। নেটে তুললেন ঝড়। যেমন বড় শট খেললেন, তেমনই বৈচিত্রও দেখা গেল। প্রয়োজনে ডিফেন্স করলেন। তেমনই দুর্দান্ত কভার ড্রাইভ। শর্ট পিচ ডেলিভারিতে পুল শট খেলতে পিছপা হননি। বিশ্ব ক্রিকেটে শর্ট বলের বিরুদ্ধে অন্যতম সেরা ব্যাটার রোহিত। প্র্যাক্টিসেও সেটা বুঝিয়ে দিলেন।

রোহিতের প্র্যাক্টিসে সবচেয়ে বেশি নজর কাড়ল প্যাডল সুইপ। কিংবদন্তি সচিন তেন্ডুলকর এই শটে ‘মাস্টার’ ছিলেন। রোহিত প্রায় তেমনই প্যাডল সুইপ খেলেন। হাফ-হেলিকপ্টার শটও দেখা গেল রোহিতের ব্য়াটে।



Leave a Reply