Virat Kohli: দয়া করে কিং বলে ডেকো না… IPLএর আগে বিরাটের কাতর আর্জি
Image Credit source: PTI
কলকাতা: কিং কোহলি… বিরাট কোহলিকে (Virat Kohli) তাঁর আপামর অনুরাগীরা এই নামে ডাকতে অভ্যস্থ। এ বার হঠাৎ করেই বিরাট কোহলি তাঁর অনুরাগীদের কাছে আর্জি জানালেন তাঁকে যেন কিং বলে না ডাকা হয়। যতই বিরাট তাঁকে কিং বলে ডাকতে নিষেধ করুণ, তাঁর অনুরাগীরা হয়তো এই কাতর আর্জি মানবেন না। বছরের পর বছর ধরে বিরাট কোহলিকে কিং কোহলি বলে সম্বোধন করেন তাঁর অনুরাগীরা। হঠাৎ করে কী এমন হল? যে যার ফলে বিরাট বললেন, তাঁকে যেন কিং বলা আর ডাকা না হয়।
আরসিবির আনবক্সিং ইভেন্টের মঞ্চে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ করেন, তাঁকে যেন তাঁরা কিং বলে না ডাকেন। ১৯ মার্চ আরসিবির আনবক্সিং অনুষ্ঠানে বিরাট-ডু’প্লেসিদের নতুন জার্সি উন্মোচন হয়েছে। সেই ইভেন্টের মঞ্চে বিরাট বলেন, ‘প্রথমত আমি বলব আমাকে ওই শব্দ (কিং) দিয়ে ডাকা বন্ধ করো। আমাকে ওই শব্দ (কিং) ব্যবহার করে ডেকো না। আমি ফাফ ডু’প্লেসিকে বলছিলাম ওটা শুনলে প্রতি বছর আমি বিব্রত বোধ করি। দয়া করে আমাকে শুধু বিরাট ববে ডাকো। এখন থেকেই সেটা বলো। ওই শব্দটা ব্যবহার করো না। এটা সত্যিই আমার জন্য খুব বিব্রতকর।’
God of masses @imvkohli 🥵🔥 pic.twitter.com/XtQ0NX6jLz
— ` (@chixxsays) March 19, 2024
ইতিমধ্যেই বিরাট কোহলিরা পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ে। আরসিবির আনবক্সিং ইভেন্টে বিরাট জানান ওই রাতেই (১৯ মার্চ) তাঁদের চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করা রয়েছে। ২২ মার্চ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়েছে আরসিবির ম্যাচ। তার জন্যই চেন্নাইয়ে পৌঁছে গেল আরসিবি টিম।
Craze of Virat Kohli in csk’s den 🥵 pic.twitter.com/xq24L4kduR
— ` (@chixxsays) March 19, 2024
এদিকে বিরাট কোহলি তাঁকে কিং বলে না ডাকার অনুরোধ করার পরের দিনই আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো রিলিজ় করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে নিয়ে একটি থিম সং বানানো হয়েছে। যার ট্যাগলাইন— কোহলি কলিং… গো কিং! গো কিং! অর্থাৎ বিরাট যতই আর্জি করুণ তাঁকে কিং বলে না ডাকার, তাঁর এই অনুরোধ হয়তো কেউই মানতে পারবেন না।