কিং কোহলি সাবধান, হেলিকপ্টার শট ওড়াচ্ছেন ‘আসল’ রাজা!


Dhoni vs Virat: কিং কোহলি সাবধান, হেলিকপ্টার শট ওড়াচ্ছেন ‘আসল’ রাজা!

কলকাতা: রাজায় রাজায় টক্কর! বললে কী ভুল হবে? একেবারেই নয়। বরং ‘আসল’ রাজা আজও বহাল রেখেছেন সাম্রাজ্য। অশ্বমেধের ঘোড়া ছুটছে আজও। মসনদে বসে একই রকম ভাবে শাসন করছেন চেন্নাই, আইপিএল, ভারতীয় ক্রিকেট এবং খেলার দুনিয়া। তিনিই তো কিংবদন্তি। সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গ। যেখানে আজও পৌঁছতে পারেননি কেউ। এই ‘আসল’ রাজার বিরুদ্ধে নামতে চলেছেন ‘নতুন’ রাজা। আইপিএল হোক আর ক্রিকেটের বাইশ গজ, নতুন রাজা কায়েম করেছেন নিজের দুনিয়া। সেঞ্চুরির ফুলঝুরি, রানের বন্যা, আগ্রাসনের ইমারত গড়ে। কিন্তু ‘আসল’ রাজাকে টপকে যেতে পারবেন ‘নতুন’ রাজা?

এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ একেবারে জমজমাট। প্রতিবারই তা-ই হয়। সেই নিরিখে এ বারের আইপিএলের ওপেনিং একেবারে গ্র্যান্ড হতে চলেছে। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা নামতে চলেছেন মুখোমুখি। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি। এমএসডির চেন্নাই সুপার কিং গতবার আইপিএল চ্যাম্পিয়ন। হাঁটুর ব্যথাকে তুচ্ছ করে ম্যাচের পর ম্যাচ একার হাতে টেনেছেন ধোনি। চমকে দিয়ে বিয়াল্লিশেও একই রকম প্রাসঙ্গিক ও পারফর্মারের ভূমিকায় নামছেন তিনি। এই ধোনির বিরুদ্ধে বিরাটের আসল লড়াই। এমন লড়াই ধোনি পছন্দ করেন। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বরাবর। আর তাই এই ধোনি নিজেকে নেটে মেলে ধরছেন। টিমের প্র্যাক্টিসে হেলকপ্টার শটের ফুলঝুরি ছোটাচ্ছেন। এই ধোনি যেন বত্রিশের তেজ দেখাচ্ছেন। এক-একটা শট দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন, মেজাজে আছেন রাজা। বয়স তো তুচ্ছ!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যের সীমানা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে কিং কোহলির। টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন নিজেই। বিশ্বকাপের পর আর ওয়ান ডে খেলেননি। টি-টোয়েন্টিতেও দেখা নেই দীর্ঘদিন। এই বিরাটকে নাকি জুন মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হবে না, এমনই খবর ছড়িয়ে রয়েছে বাজারে। বিরাটকে বাদ দিয়ে বিশ্বকাপের টিম? চোখ কপালে তুলেছেন অনেকেই। কিন্তু বিরাটও জানেন, সব দুনিয়াতেই নিজেকে সব সময় প্রমাণ করতে হয়। অসমবয়সী প্রতিপক্ষ, শক্তিশালী কিংবা দুর্বল, যে কোনও প্রতিপক্ষ এসে দাঁড়াতে পারেন সামনে। আইপিএলে যদি নিজেকে প্রমাণ করতে না পারেন, যদি রানের সুনামি তুলতে না পারেন, যদি টিমকে একার হাতে জেতাতে না পারেন, তা হলে উঠে যাবে জোরালো প্রশ্ন।

বিরাট জানেন, ধোনির বিরুদ্ধে এই ম্যাচটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিপকে রান পান না, এমন অপপ্রচার নিজে হাতে ছুড়ে ফেলবেন না গ্যালারিতে। ‘আসল’ রাজার রাজত্ব যদি দখলই না করতে পারেন, তা হলে কীসের ‘নতুন’ রাজা? কিন্তু হলুদ সমর্থক যে হুঁশিয়ারি দিয়ে রাখছেন, সাবধান কিং কোহলি, আসল রাজা কিন্তু হেলিকপ্টার শট মারছেন!

Leave a Reply