RCB, IPL 2024: আরসিবির নেটে হঠাৎ হাজির আর এক বিরাট, ভিডিয়ো না দেখলেই মিসImage Credit source: PTI
কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনটা যেন আনন্দে মেতে উঠেছে। অবশ্য দেশের বাইরেও যে ক্রিকেট প্রেমীরা রয়েছেন, তাঁরাও খুশি। কারণ আগামিকাল আইপিএলের (IPL) বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আরসিবি টিম। সেখানে নেটে অনুশীলনও করেছেন বিরাট কোহলি-ফাফ ডু’প্লেসিরা। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরসিবির নেটে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের এক ভিডিয়ো। মহেন্দ্র সিং ধোনির সিএসকের ডেরায় বিরাটের ডাবল ধামাকাও দেখা গিয়েছে। ভিডিয়ো না দেখলেই মিস।
এ বার বিস্তারিত জানানো যাক। আসলে আরসিবির নেটে বিরাট কোহলি যখন ব্যাটিং করছিলেন সেই সময় তাঁকে নকল করছিলেন সতীর্থরা। তাঁর ব্যাটিং স্টান্স থেকে শুরু করে ফিল্ডিং করার সময় তিনি যেমন ভঙ্গি করেন সবকিছুই দেখা গিয়েছিল তাঁর সতীর্থদের করতে। তবে বেশি নজর কেড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বিরাটের ব্যাটিং স্টান্স, কভার ড্রাইভ মারা নকল করেন। আইপিএলের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
Watch your back, @imVkohli 😁@RCBTweets fans, rate @Gmaxi_32‘s Virat Kohli impression from 1 – 10 ✍️#TATAIPL pic.twitter.com/kHlIPsHoOA
— IndianPremierLeague (@IPL) March 20, 2024
শুক্রবার রাত ৮টা থেকে শুরু হবে ১৭তম আইপিএল। এ বারের আইপিএল জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবেন বিরাট কোহলিরা। আইপিএল ট্রফির খরা কাটাতে চায় আরসিবি। স্মৃতি মান্ধানাদের হাত ধরে উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এ বার বিরাটদের আইপিএল ট্রফি বেঙ্গালুরু শিবিরে নিয়ে আসার পালা। এখনও অবধি এ বারের আইপিএলের যে সূচি প্রকাশিত হয়েছে তাতে ২১টি ম্যাচের মধ্যে আরসিবি নামবে ৫টিতে। সেগুলি হল —
১. ২২ মার্চ – চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাত ৮টা, চেন্নাই।
২. ২৫ মার্চ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু।
৩. ২৯ মার্চ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু।
৪. ০২ এপ্রিল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস, সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু।
৫. ০৬ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সন্ধ্যা ৭.৩০, জয়পুর।