এত বড় প্রশ্নটা… ধোনির টিম নিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন মিঃ IPL


IPL 2024: এত বড় প্রশ্নটা… ধোনির টিম নিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন মিঃ IPLImage Credit source: X

কলকাতা: ১৬ বছরের জন্য স্রেফ দু’বার বিরতি ছিল। যে দু’বার নির্বাসনের জন্য আইপিএল থেকে বাদ পড়েছিল হলুদ আর্মি। সেটুকু বাদ দিলে, ১৪ বছর ধরে টানা টিমের অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০২২ সালে সরে দাঁড়িয়েছিলেন। জাডেজাকে দিয়েছিলেন দায়িত্ব। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। মাঝপথে দায়িত্ব নিতে হয় ধোনিকেই। গতবার টিমকে চ্যাম্পিয়ন করেছেন। এ বারও খেলবেন আইপিএল। প্রশ্ন হল, ৪২ বছরের এমএসডি কতদিন টানতে পারবেন খেলা? ভবিষ্যতের দিকে তাকাতে তো হবেই? কে হবেন চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন? এই মরসুমেই খুঁজে নিতে হবে ধোনিকে। যোগ্য হাতে টিমকে দিয়ে না গেলে বিপদে পড়বে চেন্নাই। এমন কথা বলে দিচ্ছেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। ধোনির সঙ্গে যিনি চেন্নাই ও ভারতের হয়ে খেলেছেন দীর্ঘদিন।

জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে রায়নার মন্তব্য়, ‘এই মুহূর্তে চেন্নাইয়ে সবচেয়ে বড় প্রশ্ন, কে টিমের পরবর্তী নেতা? ধোনি বিদায় নেওয়ার পর ও হয়তো টিমের সঙ্গে থেকে যাবে। মেন্টার টাফনেস কোচ বা অন্য কোনও ভূমিকায় থাকবে। তবু এই প্রশ্ন থেকে যাচ্ছে, ও কাকে তৈরি করতে চাইছে? এটা ভুলে গেলে চলবে না, এই মরসুমটা চেন্নাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বছর। ধোনির চোখ কার দিকে রয়েছে? ঋতুরাজ গায়কোয়াড় ভালো বিকল্প। যে কারণে ধোনির থেকেও চেন্নাইয়ের কাছে এই মরসুমটা খুব গুরুত্বপূর্ণ।’

নেতা হিসেবে ধোনিকে নিয়ে কোনও প্রশ্ন নেই, থাকবেও না। কিন্তু নিজের উত্তরসূরী বেছে দিয়ে যাওয়াটা যে তাঁর কাজ, তা ভালো করেই জানেন ধোনি। এতদিন ধোনির ছায়ায় থাকলেও সেই অর্থে তেমন নেতা তৈরি হয়নি। তাই রোহিত শর্মার মতো ক্যাপ্টেনের কথা তুলেছেন চেন্নাইয়ের ভক্তরা। রায়না বলছেন, ‘ধোনির ডেপুটি হিসেবে এ বারের আইপিএলে কাকে দেখা যাবে, সেটার অপেক্ষায় আমরা আছি। যাকে ধোনি বলবে, ২০০৮ সাল থেকে এই টিমটা সামলাচ্ছি। এ বার তোমাকেই টিমটা দেখতে হবে। হলুদ আর্মির যত্ন নিতে হবে। আমি জার্সি পরব ঠিকই, কিন্তু ড্রেসিংরুমেই থাকব।’

রায়না একই সঙ্গে বলে দিচ্ছেন, ‘একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, ধোনির বয়স ৪২। আমি চাই ও আরও পাঁচ বছর আইপিএল খেলুক। অন্তত দু-তিনটে বছর তো বটেই। তার পরও বলব, সিএসকের ভবিষ্যেতের পরিকল্পনা ও কী ভাবে সাজাচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’

Leave a Reply