IPLএর আগে রামলালার শরণে প্রোটিয়া তারকা, অযোধ্যায় দিলেন পুজো


IPLএর আগে রামলালার শরণে প্রোটিয়া তারকা, অযোধ্যায় দিলেন পুজো

কলকাতা: ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ (Keshav Maharaj) বর্তমানে ভারতে এসেছেন। প্রোটিয়া তারকার ভারতের সঙ্গে আলাদাই টান রয়েছে। তিনি রামভক্তও। দেশে এসে তিনি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস টিমে। তিনি ভারতে আসার পর যখন লখনউ টিমে যোগ দিয়েছিলেন, তাঁকে রাম ভজনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। এ বার কেশব মহারাজ সোজা পৌঁছে গেলেন রামলালার শরণে। আইপিএল শুরু হওয়ার আগে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রোটিয়া তারকা। নিজের ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন মহারাজ। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়েছে।

ভারতীয় সংস্কৃতি একাধিক বিদেশি ক্রিকেটার পছন্দ করেন। সেই তালিকায় ওপরের দিকে রয়েছেন প্রোটিয়া ক্রিকেটার কেশব মহারাজ। এর আগে জানুয়ারিতে যখন রামমন্দির উদ্বোধন হয়েছিল সেই সময় কেশব মহারাজ সেখানে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আজ তাঁর সেই ইচ্ছেপূরণ হল। ভক্তিভরে করজোড়ে রামলালার কাছে প্রার্থনা করেছেন কেশব মহারাজ। ঈশ্বরে ভক্তির কথা বরাবর শোনা গিয়েছে কেশব মহারাজের মুখে। অতীতেও ভারতে যতবারই এসেছেন, মহারাজ পৌঁছে গিয়েছেন কোনও না কোনও মন্দিরে।

এর আগে বহুবার এমনটা হয়েছে যে, কেশব মহারাজ যখনই তাঁর দেশের হয়ে খেলতে নেমেছেন, সেই সময় ডিজে ‘রাম সিয়া রাম’ গানটি বাজিয়েছেন। গত বছরের ডিসেম্বরে ভারতের প্রোটিয়া সফরে এক ওডিআই ম্যাচে লোকেশ রাহুল উইকেটকিপিং করার সময় ব্যাট করতে আসেন মহারাজ। সেই সময় ডিজে ‘রাম সিয়া রাম’ গানটি চালান। যা শুনে রাহুল তাঁকে প্রশ্ন করেন, সব সময় তিনি মাঠে নামলে এই গান ডিজে বাজান? তাতে মহারাজ হ্যাঁ বলেন।

এ বার দেখার আইপিএলের আগে রামলালার আশীর্বাদ নিয়ে কেশব মহারাজ খেলার সুযোগ পান কিনা। চমকপ্রদ হলেও, লখনউ আইপিএলের নিলামে কেশব মহারাজকে কেনেনি। তিনি আইপিএল নিলামে বেস প্রাইস রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। কিন্তু দল পাননি। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে লখনউ সুপার জায়ান্টসের ফ্র্যাঞ্চাইজি ডারবান সুপার জায়ান্টসের সদস্য তিনি। তাই আইপিএলের মরসুমে তিনি চলে এসেছেন ভারতে। লখনউয়ের কোনও ক্রিকেটার চোট পেলে হয়তো তিনি টিমে সুযোগ পেয়ে যেতেও পারেন।



Leave a Reply