এ বারের আইপিএলে ১০ দল নতুন রূপে নামছে। প্রত্যেক ফ্র্য়াঞ্চাইজির জার্সি বেশ নজরকাড়া। আইপিএলের আগে এ বার নিজের লুক বদলে ফেললেন ধোনি। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তাঁর অনুরাগীদের উন্মাদনা বরাবরই বেশি থাকে। আইপিএল চলে এলে সেই উন্মাদনার মাত্রা অনেকটাই বেড়ে যায়। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলের আগে তাঁর নতুন লুক নিয়ে হাজির হয়েছেন। আসলে তিনি আবার নিজের হেয়ারস্টাইলে খানিকটা বদল এনেছেন। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
ধোনির সোনালি চুল এখনও তরুণীদের মনে ঝড় তোলে। এ বার ১৭তম আইপিএলের আগে সেই সোনালি চুলেই খানিক কারিকুরি করিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনি এ বারও নিজের চুলে কারিকুরি করার জন্য বেছে নিয়েছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
আলিম হাকিমের হাতের জাদুতে আরও যেন উজ্জ্বল হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চুল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সিএসকে অধিনায়কের একগুচ্ছ ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
কালো টি-শার্ট পরা, চোখে সানগ্লাস ও লম্বা চুলেই নতুন কারিকুরিতে ধোনিকে যেন আরও কম বয়সী লাগছে। তাঁর আসল বয়স ৪২। কিন্তু এই ছবি দেখে তা বোঝার জো নেই। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)
ধোনির বড় চুলের প্রতি প্রেমের কথা কারও অজানা নয়। এ বারের আইপিএলের পুরো মরসুম তাঁকে এই লুকেই খেলতে দেখা যাবে আশা করছেন তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগে বিরাট কোহলির নতুন হেয়ারস্টাইলও করেছিলেন আলিম হাকিম। (ছবি- আলিম হাকিম সোশ্যাল মিডিয়া সাইট X)