প্রথম ম্যাচেই বোনাস, কেকেআরকে মাতাতে আসছেন কিং খান


IPL 2024, KKR: প্রথম ম্যাচেই বোনাস, কেকেআরকে মাতাতে আসছেন কিং খানImage Credit source: KKR

কলকাতা: কবে দেখা পাওয়া যাবে? এই প্রশ্ন প্রতিবার ঘোরাফেরা করে। তিনি আসা মানে, ইডেনে গ্যালারিতে উৎসব। তিনি হাজির থাকা মানে, কেকেআর (KKR) ভক্তদের দিল খোলা নাচ, হুল্লোড়ে শরিক হওয়া। এ বার আর দিন গুনতে হচ্ছে না। নাইটদের প্রথম ম্যাচেই ইডেনে হাজির থাকছেন কিং খান। এ বারের আইপিএল কেকেআরের কাছে সব অর্থে অন্য রকম। অনেক দিন পর নাইট শিবিরে ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টর হওয়ার পর থেকেই টিমকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। সেই গম্ভীরও চান, শাহরুখ খান হাজির থাকুন প্রথম ম্যাচেই। টিমের মেন্টরের ডাকে সাড়া দিয়ে শনিবার সন্ধেয় ইডেন মাতাতে আসছেন ভারতীয় সিনেমার সম্রাট।

২০১৪ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। টাকা খরচ করে নামী-দামি প্লেয়ার নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি। গম্ভীর টিমে পা দেওয়ার পর থেকেই অন্য রকম ভাবে ভাবতে শুরু করেছেন। পেস বোলিংয়ের খামতি ঢাকার জন্য প্রায় ২৫ কোটি খরচ করে কেনা হয়েছে মিচেল স্টার্ককে। পুরনো টিম সেই সঙ্গে ধরে রাখা হয়েছে। গুরবাজ, রাসেল, নারিনরা যাতে সাফল্য পান, সেই ভাবেই ছক সাজাচ্ছেন গম্ভীর। মাঠে নেমে সেই লক্ষ্যই পূরণ করবেন শ্রেয়স। এই মুহূর্তে কেকেআরের ক্যাপ্টেন কম চাপে নেই। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। কেকেআরকে যদি সাফল্য দিতে পারেন, তা হলে নতুন করে ফিরতে পারবেন ভারতীয় টিমে। সামনে বিশ্বকাপ। ফলে শ্রেয়সের কাছেও কঠিন লড়াই।

টিম ও প্লেয়ারদের এই লড়াইয়ের শরিক হতে চান শাহরুখ। এক সময় ইডেনে নিয়মিত আসতেন শাহরুখ। কিন্তু গত কয়েক বছরে তা খানিকটা হলেও কমেছে। টিমের মালিকও এ বার কেকেআরকে চ্যাম্পিয়ন দেখতে চান। সেই কারণেই গম্ভীরকে দায়িত্ব দিয়েছেন। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবেন নাইটরা। ঘরের মাঠে কেকেআর সব সময় অ্যাডভান্টেজ পায়। শ্রেয়সের হাতে ম্যাচ জেতানোর মতো স্পিনারও রয়েছে। নারিন-বরুণদের প্রথম ম্যাচ থেকেই ছন্দে যেমন দেখতে চান কেকেআর সমর্থকরা, তেমনই রানের ফুলঝুরি চাইছেন ব্যাটারদের কাছে।

Leave a Reply